Thank you for trying Sticky AMP!!

বিপিএলে ১০০ ছক্কা মেরেছেন তামিম ইকবাল

বিপিএলে ১০০ ছক্কায় বাংলাদেশের প্রথম তামিম

১০০ ছক্কার মাইলফলক সামনে রেখেই এবারের বিপিএল শুরু করেছিলেন তামিম ইকবাল। ফরচুন বরিশাল অধিনায়ক আজ চট্টগ্রামে ছুঁয়ে ফেললেন তিন অঙ্কের সেই সংখ্যা। দুর্দান্ত ঢাকার বিপক্ষে ৪৫ বলে ৭১ রানের ইনিংসে ৪টি ছক্কা মেরেছেন তামিম। ৪ ছক্কার দ্বিতীয়টিই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে বিপিএলে ১০০ ছক্কার মাইলফলকে পৌঁছে দেয় তামিমকে।

বিপিএল ইতিহাসে ছক্কায় তামিমের ওপরে আছেন শুধু ক্রিস গেইল। ক্যারিবীয় তারকা বিপিএলে ১৪৩টি ছক্কা মেরেছেন, সেটিও মাত্র ৫২ ইনিংসে। ১০০ ছক্কা পেতে তামিমকে খেলতে হলো ৯৭ ইনিংস। তামিম এবারের বিপিএল শুরু করেছিলেন ৯৩ ছক্কা নিয়ে। প্রথম ৮ ম্যাচে ৬ ছক্কা মেরে সংখ্যাটাকে ৯৯-এ নিয়ে যান এই বাঁহাতি ওপেনার।

বিপিএলে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ৯৭টি ছক্কা যৌথভাবে ইমরুল কায়েস ও মুশফিকুর রহিমের। ইমরুলের কুমিল্লার ম্যাচ আছে আজ, তামিমের বরিশাল-সতীর্থ মুশফিক অবশ্য আজ ১ রান করেই আউট হয়ে গেছেন।