আঙুলে ব্যথা নিয়ে খেলেই গল টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন
আঙুলে ব্যথা নিয়ে খেলেই গল টেস্টে সেঞ্চুরি করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন

আঙুলে ব্যথা নিয়ে সেঞ্চুরি নাজমুলের, সালাহউদ্দীন বললেন ‘ট্রলের পরও যেভাবে...’

দুর্দান্ত একটা ইনিংসই খেলেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি পেয়েছেন। মুশফিকুর রহিমের সঙ্গে ২৬৪ রানের জুটি গড়ে দলকেও দিয়েছেন বড় সংগ্রহের ভিত। প্রথম দিনের প্রথম সেশনে ব্যাট করতে নেমে সারা দিন খেলেছেন। আজ দ্বিতীয় দিনে ১৪৮ রানে আউট হওয়ার আগে খেলেছেন ২৭৯ বল।  

নাজমুল এমন ইনিংস উপহার দিয়েছেন আঙুলে ব্যথা নিয়ে। শ্রীলঙ্কায় পৌঁছে প্রথম দিনের অনুশীলনেই চোট পেয়েছিলেন। এরপর আঙুলে ব্যান্ডেজ নিয়ে তিনি ব্যাট করেছেন।

বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন

সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দীন, ‘তার আঙুলটা অনেক ফোলা ছিল এবং সে আঙুলে ব্যথা নিয়েই খেলেছে। শান্ত (নাজমুল) আলাদা ক্যারেক্টার, টাফ ছেলে।’

এরপর নাজমুলের আরও একটি দিকও তুলে ধরেন তিনি, ‘ধরেন—এত ট্রলের পরও তার মাথা যেভাবে ঠিক রাখে, আমার মনে হয়, সেটা স্বাভাবিকভাবে অনেক ছেলেই হয়তো ধরে রাখতে পারবে না। সে অনেক কঠিন মানসিকতার একজন। একজন নেতা হিসেবে সে তার ক্যারেক্টার শো করেছে, যেটা ছেলেদের জন্য উপকার হবে।’

নাজমুলকে আজ ছাপিয়ে গেছেন মুশফিকুর রহিম। ডাবল সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও যদিও ৩৫০ বলের ইনিংসটি থেমেছে ১৬৩ রানে। বাংলাদেশ যে এখন ৯ উইকেটে ৪৮৪ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে, তাতেও বড় অবদান মুশফিকের।

মুশফিকের সঙ্গে ২৬৪ রানের জুটি গড়েন নাজমুল

অভিজ্ঞ এই ব্যাটসম্যানের ব্যাটিংয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়ে সালাউদ্দিন বলেছেন, ‘আমি মনে করি, সে এমন একজন যে পুরো দলকে উজ্জীবিত করে। কারণ, সে অভিজ্ঞ। সে গেল কিছু ম্যাচে রান পাচ্ছিলো না, যেটা আমি আগেই বললাম। কিন্তু তার ওয়ার্ক এথিকস এবং সব সময় ভালো করার চেষ্টা। এই ক্যারেক্টার সে সব সময় ড্রেসিংরুমে দেখায়। আমরা আসলে সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে এমনটাই চাই। এটা একটা অনুপ্রাণিত করার মতো ইনিংস, যা আসলে অন্য ব্যাটসম্যানদের সাহায্য করেছে।’

মুশফিক–নাজমুলের সঙ্গে আজ আরও একজনও দারুণ ব্যাট করেছেন। যদিও ১১ চার ও ১ ছক্কায় ১২৩ বলের ইনিংসটি থেমেছে ৯০ রানে। রিভার্স সুইপ করতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেছেন। টেস্টে এ নিয়ে তৃতীয়বার লিটন আউট হলেন নব্বইয়ের ঘরে।

১৪৮ রান করে আউট হয়েছেন নাজমুল

তাঁর আউটের ব্যাখ্যা জানতে চাইলে সালাউদ্দিন বলেছেন, ‘আমি তো বলব পুরো ইনিংসটা সে নিয়ন্ত্রণের সঙ্গে খেলেছে এবং খুবই ঠান্ডা মাথায় খেলেছে। কিন্তু ও হয়তো পুরো ম্যাচে ওই একটা শটই বাজে খেলেছে। এটা হতে পারে ক্রিকেটে। আমি মনে করি, এটা থেকে সে আরও শিখবে। আমরা আশা করি, লিটন আরও বড় ইনিংস খেলবে। আশা করি, এটা নিয়ে সে কাজও করতেছে। আমার মনে হয়, পরে সে এই ভুলটা আর করবে না।’