সতীর্থ মিচেল ওয়েনের (বাঁয়ে) সঙ্গে টিম ডেভিড
সতীর্থ মিচেল ওয়েনের (বাঁয়ে) সঙ্গে টিম ডেভিড

ডেভিডের গোলিয়াথ হওয়ার ম্যাচে ১০টি বড় কীর্তি

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ৩৭ বলে সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার টিম ডেভিড। এই সেঞ্চুরিতে ২৩ বল হাতে রেখেই ওয়েস্ট ইন্ডিজের ২১৪ রান পেরিয়ে প্রথমবার ক্যারিবিয়ানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। ডেভিডের গোলিয়াথ হওয়ার ম্যাচে দুই দল মিলে গড়েছে ১০টি বড় কীর্তি।

২০০+ রান তাড়া করার রেকর্ড

অস্ট্রেলিয়া ষষ্ঠবার ২০০ বা এর বেশি রানের লক্ষ্য তাড়া করে জিতল, যা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার ২০০+ ছুঁয়ে জিতেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্রুততম সেঞ্চুরি

সেঞ্চুরির পর টিম ডেভিড

টিম ডেভিডের ৩৭ বলে সেঞ্চুরি, এই সংস্করণে অস্ট্রেলিয়ার দ্রুততম। আগের রেকর্ড জশ ইংলিসের, গত বছর স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার দ্রুততম ফিফটি

১৬ বলে ফিফটি করে ডেভিড ভেঙেছেন মার্কাস স্টয়নিস (১৭ বল, বিপক্ষ শ্রীলঙ্কা, ২০২২) ও ট্রাভিস হেডের (১৭ বল, স্কটল্যান্ড, ২০২৪) রেকর্ড।

এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা

ডেভিডের ব্যাট থেকে এসেছে ১১টি ছক্কা, যা অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে এক ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ। রেকর্ডটা অ্যারন ফিঞ্চের (১৪ ছক্কা, ইংল্যান্ডের বিপক্ষে, ২০১৩)।

পঞ্চম উইকেটে সর্বোচ্চ

টিম ডেভিড ও মিচেল ওয়েনের অবিচ্ছিন্ন ১২৮ রানের জুটি অস্ট্রেলিয়ার পঞ্চম বা এর নিচের উইকেটে সর্বোচ্চ জুটি।

পাঁচ নম্বরে বা এর পরে ব্যাট করে অস্ট্রেলিয়ার প্রথম সেঞ্চুরি

অস্ট্রেলিয়ার প্রথম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংক্রমের পাঁচ কিংবা এর নিচে নেমে সেঞ্চুরি করলেন টিম ডেভিড। সব দল মিলিয়ে টি-টোয়েন্টিতে রান তাড়ায় পাঁচ বা এর নিচে নেমে দ্বিতীয় সেঞ্চুরি ডেভিডের। প্রথমজন নিউজিল্যান্ডের মার্ক চ্যাপম্যান (১০৪ *, পাকিস্তান, ২০২৩)।

চতুর্থ দ্রুততম ২০০+ রান তাড়া করে জয়

অস্ট্রেলিয়া ১৬.১ ওভারে ২১৫ রান তুলে জিতেছে। এর চেয়ে দ্রুত ২০০ রানের বেশি ছুঁয়ে জিতেছে সার্বিয়া, বুলগেরিয়া ও পাকিস্তান।

তিন সংস্করণে সেঞ্চুরি

সেঞ্চুরির পর ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ

ক্রিস গেইলের পর ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটের তিন সংস্করণেই সেঞ্চুরি পেলেন দলটি অধিনায়ক শাই হোপ।

প্রথম উইকেটকিপার-অধিনায়ক হিসেবে সেঞ্চুরি

শাই হোপের আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে উইকেটকিপার-অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস ছিল নেদারল্যান্ডসের স্কট এডওয়ার্ডসের ৯৯, ২০২৪ সালে ওমানের বিপক্ষে।

২০০+ রান করে সবচেয়ে বেশি হার

টি-টোয়েন্টিতে ষষ্ঠবার প্রথম ইনিংসে ২০০ বা এর বেশি রান করেও হারল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এমন হার দক্ষিণ আফ্রিকার।