পল রাইফেল
পল রাইফেল

ভারতের বিপক্ষে সিদ্ধান্ত দেন আম্পায়ার রাইফেল—পরিসংখ্যান কী বলে

রবিচন্দ্রন অশ্বিন ও অনিল কুম্বলে লর্ডস টেস্টের আম্পায়ার পল রাইফেলের কঠোর সমালোচনা করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে অস্ট্রেলিয়ান আম্পায়ারের সমালোচনায় বাবার বক্তব্য তুলে ধরে অশ্বিন বলেছিলেন, ‘রাইফেল আম্পায়ারিং করলে ভারত জিতবে না।’ মোহাম্মদ সিরাজের বলে জো রুটের বিপক্ষে এলবিডব্লুর আবেদনে রাইফেল সাড়া না দেওয়ায় কুম্বলে বলেছিলেন, ‘মনে হচ্ছে যে রাইফেল সিদ্ধান্ত নিয়েছেন তিনি আউট দেবেন না। ক্লোজ কলও নটআউট।’

ভারতের দুই কিংবদন্তি স্পিনারের কথার মর্মার্থ এক। দুজনেই বলতে চেয়েছেন রাইফেলের সিদ্ধান্ত বেশির ভাগই ভারতের বিপক্ষে যায়। পরিসংখ্যান কী বলছে?

রাইফেল ভারতের ম্যাচে আম্পায়ারিং করেছেন ১৪টি টেস্ট, ২০টি ওয়ানডে ও ৫টি টি–টোয়েন্টিতে। রাইফেল মাঠের আম্পায়ার থাকা অবস্থায় ভারত সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে ওয়ানডেতে, যেখানে জয় এসেছে ৭৫% ম্যাচে। টেস্টে রাইফেলের উপস্থিতিতে ভারতের রেকর্ড অত ভালো না—মাত্র ৫ জয়। টি-টোয়েন্টিতে জয় ৩টি। সব মিলিয়ে রাইফেল মাঠের আম্পায়ার থাকা অবস্থায় ৩৯টি আন্তর্জাতিক ম্যাচে ভারতের জয় প্রায় ৫৯%।

ডিআরএসের পরিসংখ্যান নিয়ে গবেষণা করে উইজডেন দেখিয়েছে রাইফেল ভারতের বিপক্ষে পক্ষপাত করেছেন—এমন কোনো অকাট্য প্রমাণ নেই। তিন সংস্করণ মিলিয়ে ভারতের ম্যাচে রাইফেলের ২১টি সিদ্ধান্ত ‘আম্পায়ার্স কল’ হয়েছে, যার ১১টিই গেছে ভারতের পক্ষে।

এ ছাড়া ভারতের ম্যাচে রাইফেল দিয়েছেন এমন ৩৩টি সিদ্ধান্ত রিভিউয়ে বদলানো হয়েছে। এর মধ্যে ১৯টি ভারতের পক্ষে গেছে, আর ১৪টি গেছে ভারতের বিপক্ষ দলের পক্ষে। তবে টেস্ট ম্যাচে তাঁর প্রতি তিনটি ভুল সিদ্ধান্তের মধ্যে দুটিই ভারতের বিপক্ষে গেছে।

লর্ডস টেস্টে পল রাইফেলের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ১১টি রিভিউ নেওয়া হয়েছিল, যার ১০টিই নিয়েছিল ভারত। এর মধ্যে ৪টি রিভিউ ভারতের পক্ষে গিয়েছিল। সব মিলিয়ে লর্ডস টেস্টে দুই আম্পায়ারের জন্যই (আরেক আম্পায়ার শরফুদ্দৌলার) খুব একটা ভালো যায়নি। শরফুদ্দৌলার দেওয়া চারটি সিদ্ধান্তের বিপক্ষে রিভিউ নেওয়া হয় এবং সবগুলোই বদলে যায়।

এসব দেখেই হয়তো অশ্বিন মেজাজ হারিয়েছেন। টেস্টের চতুর্থ দিনে তিনি বলেছিলেন এভাবে, ‘পল রাইফেলের বিষয়ে যদি বলি...আমি বলব না যে তুমি এটা আউট দাও, এটা মূলকথা নয়। কথা হচ্ছে, ভারত যখন বোলিং করে, তিনি মনে করেন এটা নটআউট। আর ভারত যখন ব্যাটিং করে, তিনি মনে করেন এটা আউট। এটা যদি শুধু ভারতের বিপক্ষে না হয়ে অন্য দেশের বিপক্ষেও হয়, তাহলে আইসিসির বিষয়টাতে নজর দেওয়া উচিত।’

শরফুদ্দৌলাকে নিয়ে কোনো প্রশ্ন নেই অশ্বিনের

যদিও শরফুদ্দৌলাকে নিয়ে কোনো প্রশ্ন নেই অশ্বিনের। বাংলাদেশি এই আম্পায়ার নিয়ে তিনি বলেছেন, ‘বাংলাদেশি আম্পায়ারের নামটা ভুলে গেছি। উনি ঠিকঠাক আছেন।’ অন্যদিকে কুম্বলে বলেছিলেন, ‘মনে হচ্ছে পল রাইফেল সিদ্ধান্ত নিয়েই রেখেছেন (ভারতের বোলিংয়ে) আউট হবে না। কাছাকাছি কিছু হলেও নটআউট।’