
তিন দিনের মধ্যেই শেষ হয়ে গেছে পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। মুলতানের টেস্টটি রেকর্ড বইয়ের অনেক পাতাই বদলে দিয়েছে।
মুলতান টেস্টে মোট বল। পাকিস্তানের মাটিতে ফল হওয়া সবচেয়ে কম বলের টেস্ট ম্যাচ। বলের হিসাবে পাকিস্তানের মাটিতে আগের সংক্ষিপ্ততম টেস্টটিও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে পাকিস্তান, ১৯৯০ সালে ফয়সালাবাদে ১০৮০ বল।
মুলতান টেস্টে দুই দল মিলিয়ে মোট রান। ৪০ উইকেটে পড়েছে, এমন ম্যাচে এশিয়ায় তৃতীয় সর্বনিম্ন রানের ম্যাচ।
মুলতানে দুই ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানদের খেলা বল। ২০ উইকেট হারিয়েছে, এমন টেস্টে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা সবচেয়ে কম বল খেললেন এই টেস্টে।
এই মৌসুমেই ঘরের মাঠে তৃতীয়বার ম্যাচে পাকিস্তানের স্পিনাররা ২০ উইকেট নিলেন। এর আগে মাত্র দুবার এক ম্যাচে পাকিস্তানের স্পিনাররা ২০ উইকেট পেয়েছিলেন।
মুলতান টেস্টে স্পিনারদের উইকেট। পাকিস্তানে কোনো টেস্ট ম্যাচে যা সর্বোচ্চ, ছাড়িয়ে গেছে গত বছর ইংল্যান্ড–পাকিস্তান মুলতান টেস্টের ৩২ উইকেট।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের জোমেল ওয়ারিকানের বোলিং ফিগার, যা পাকিস্তানে অতিথি দলের কোনো স্পিনারের সেরা।
মুলতানে দ্বিতীয় দিনে পড়া উইকেটের সংখ্যা। পাকিস্তানের মাটিতে টেস্টে এক দিনে এটাই সর্বোচ্চ উইকেট পড়ার ঘটনা।
ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে দলটির সর্বোচ্চ তিন স্কোর এসেছে ৯, ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যানের ব্যাট থেকে। টেস্ট ইতিহাসে এমন ঘটনা এই প্রথম। এর আগে দুবার ১০ ও ১১ নম্বর ব্যাটসম্যান সর্বোচ্চ রান করছিলেন ইনিংসে।