ওয়ার্ল্ড লেজেন্ডস চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কট করছিল ভারত। ভারতের অন্তত ৫ ক্রিকেটার পাকিস্তানের বিপক্ষে খেলায় আপত্তি জানানোর পর ম্যাচটি বাতিল করা হয়। কিন্তু সেমিফাইনালে সেই পাকিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ভারত। এবার কী করবে তারা?
ভারত এই ম্যাচ বয়কট করবে কি না, তা এখনো জানা যায়নি। ডব্লুসিএল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি। তবে এরই মধ্যে এই টুর্নামেন্টের অন্যতম স্পনসর ইজমাইট্রিপ ভারত–পাকিস্তান সেমিফাইনাল ম্যাচ থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় এই প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা নিশান্ত পিট্টি লিখেছেন, ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে অসাধারণ পারফরম্যান্সের জন্য আমরা ভারত দলকে অভিনন্দন জানাই। তোমরা জাতিকে গর্বিত করেছ। তবে পাকিস্তানের বিপক্ষে আসন্ন সেমিফাইনাল আর পাঁচটা ম্যাচের মতো নয়। সন্ত্রাস আর ক্রিকেট একসঙ্গে চলতে পারে না।’
নিশান্ত আরও লিখেছেন, ‘আমরা এমন কোনো ইভেন্টকে সমর্থন করতে পারি না, যা সন্ত্রাসে মদদ দেওয়া একটি দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করে।’ এর আগে গ্রুপ পর্বে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের সময় ধাওয়ানকে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়। তখন এই ওপেনার বলেন, ‘আপনি এই প্রশ্নটা একেবারে ভুল জায়গায় করেছেন। আপনার এই প্রশ্নটাই করা উচিত হয়নি। আর আমি যদি আগের ম্যাচে না খেলি, তাহলে এবারও খেলব না।’
গত এপ্রিলে ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার পর সামরিক সংঘাতে জড়ায় ভারত ও পাকিস্তান। ওই সময় পাকিস্তানের সঙ্গে ক্রিকেট-সম্পর্ক বিচ্ছিন্নে ভারতের ভেতর জোর আলোচনা ওঠে, যা পরবর্তী সময়ে স্তিমিত হয়ে এলেও ডব্লুসিএল-কে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও উঠে আসে। তখন ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ না খেলার কথাও জানান ধাওয়ান।
গ্রুপ পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে আছে পাকিস্তান। ৫ ম্যাচে ৪ জয়ে তাদের পয়েন্ট ৯। ভারত ৫ ম্যাচের মধ্যে জিতেছে ১টি, হেরেছে ৩টি। আর পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি না হওয়ায় ভারত ও পাকিস্তান দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। বার্মিংহামে আগামীকাল এই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।