র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলামের।
র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তাইজুল ইসলামের।

তাইজুল ছাড়া বাংলাদেশের আর কারও জন্য সুখবর নেই র‍্যাঙ্কিংয়ে

কলম্বো টেস্ট বাজে খেলে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাজে পারফরম্যান্সের প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ে। তাইজুল ইসলাম ছাড়া কারও সুখবর নেই।

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার কাছে ইনিংস ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে তাইজুল ইসলাম ছাড়া বলার মতো পারফরম্যান্স ছিল না বাংলাদেশের অন্য কারও। আজ প্রকাশিত সর্বশেষ আইসিসি র‍্যাঙ্কিংয়ে ছাপ পড়েছে বাংলাদেশের খেলোয়াড়দের বাজে পারফরম্যান্সের। এক তাইজুল ছাড়া এগোতে পারেননি অন্য কেউ।

কলম্বোয় একমাত্র ইনিংসে ৫ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার তাইজুল দুই ধাপ এগিয়ে উঠেছেন ১৬ নম্বরে। বাংলাদেশের ১ নম্বর বোলার তিনিই। টেস্ট ক্যারিয়ারে র‍্যাঙ্কিংয়ে তাইজুলের এটি দ্বিতীয় সর্বোচ্চ অবস্থান। ২০২৩ ও ২০২৪ সালে সর্বোচ্চ ১৫তম স্থানে উঠেছিলেন তাইজুল।

বাংলাদেশের বোলারদের মধ্যে কলম্বোয় উইকেটশূন্য মেহেদী হাসান মিরাজ তিন ধাপ পিছিয়ে নেমেছেন ২৫ নম্বরে। ৩ উইকেট নেওয়া অফ স্পিনার নাঈম হাসান আছেন আগের মতোই ৪৩ নম্বরে। কলম্বো টেস্ট শেষে তাঁর রেটিং পয়েন্ট ৪৮৮, টেস্ট র‌্যাঙ্কিংয়ে এটাই তাঁর সর্বোচ্চ রেটিং পয়েন্ট। কলম্বোতে খেলা বাংলাদেশের দুই পেসারের একজন ইবাদত আছেন আগের মতোই ৭৭ নম্বরে। নাহিদ রানা সাত ধাপ পিছিয়ে নেমে গেছেন ৮২ নম্বরে।

কলম্বো টেস্ট খুব বেশি উদ্‌যাপনের সুযোগ পায়নি বাংলাদেশ।

ব্যাটিংয়ে বাংলাদেশে শীর্ষ ব্যাটসম্যান মুশফিকুর রহিম ১ ধাপ পিছিয়ে নেমেছেন ২৯ নম্বরে। বিদায়ী অধিনায়ক নাজমুল হোসেন পাঁচ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৩৪-এ। মুমিনুল হক পিছিয়েছেন দুই ধাপ, আছেন ৫২ নম্বরে। ওপেনার সাদমান আছেন আগের মতোই ৫৪ নম্বরে। মিরাজ দুই ধাপ পিছিয়ে নেমেছেন ৫৫ নম্বরে।

ব্যাটিং-বোলিং দুই বিভাগেই পেছালেও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে আগের মতোই ২ নম্বরে আছেন মিরাজ। যেখানে তাঁর ওপরে শুধু ভারতের রবীন্দ্র জাদেজা।

অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে বলার মতো এগিয়েছে বুলাওয়ে টেস্টে ব্যাটে-বলে দারুণ করা দুই দক্ষিণ আফ্রিকান উইয়ান মুল্ডার ও করবিন বশ। সেঞ্চুরি ও ইনিংসে ৪ উইকেট নেওয়া মুল্ডার সাত ধাপ এগিয়ে উঠেছেন ১৫ নম্বরে।

সেঞ্চুরি ও ইনিংসে ৫ উইকেটের ডাবল পাওয়া বশ ৪২ ধাপ এগিয়ে উঠেছেন ১৯ নম্বরে।
মুল্ডার ব্যাটিংয়ে ১৭ ধাপ এগিয়ে উঠেছেন ৫৬ নম্বরে, বশ ১৫ ধাপ এগিয়ে ৫৯ নম্বরে।

বোলিংয়ে ৪৫ ধাপ এগিয়ে ৫৭ নম্বরে উঠেছেন বশ, মুল্ডার ৬ ধাপ এগিয়ে ৫২ নম্বরে।
বোলিংয়ে সবার ওপরে ভারতের যশপ্রীত বুমরা, ব্যাটিংয়ে ইংল্যান্ডের জো রুট।