Thank you for trying Sticky AMP!!

প্রথমবারের মতো ৫ উইকেট পেয়েছেন নবী

২৬ রানে শেষ ৮ উইকেট হারিয়ে আফগানিস্তানের কাছে সিরিজ হারল আয়ারল্যান্ড

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ সমতায় শেষ করতে আয়ারল্যান্ডের জন্য ২৩৭ রানের লক্ষ্যটা খুব বড় ছিল না। আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে শুরুটাও ভালোভাবে করেছিল তারা। ২ উইকেট হারিয়ে পৌঁছে গিয়েছিল ৯৩ রানে। পরের পথটাও মনে হচ্ছিল সহজে পেরিয়ে যাবে। কিন্তু কে জানত, মোহাম্মদ নবী ও অভিষিক্ত নানগেয়ালিয়া খারোতে বল হাতে অমন ঘূর্ণি জাদুকর হয়ে উঠবেন।

ফলাফল ৯৩ থেকে ১১৯ রানে যেতেই অলআউট আয়ারল্যান্ড। আইরিশদের শেষ ৯ উইকেট ভাগাভাগি করে নিলেন এ দুজন। যেখানে শেষ ২৬ রান তুলতেই আয়ারল্যান্ড হারায় ৮ উইকেট।

Also Read: স্কুলের খেলার কারণে বদলে গেল আফগানিস্তান-আয়ারল্যান্ড টেস্টের ভেন্যু

বল হাতে নবী নিয়েছেন ১০ ওভারে ৩ মেডেনে ১৭ রান দিয়ে ৫ উইকেট, খারোতে ৩০ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। ১১৭ ম্যাচ জেতার পাশাপাশি তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে আফগানিস্তান। প্রথম ম্যাচে আফগানিস্তান জিতেছিল ৩৫ রানে। এরপর সিরিজের দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হয়েছিল বৃষ্টির কারণে।

এর আগে শারজায় দিবারাত্রির ম্যাচে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিং করতে পাঠায় আয়ারল্যান্ড। রহমানউল্লাহ গুরবাজের ৫১, অধিনায়ক হাশমতউল্লাহ শহিদির ৬৯ এবং নবীর ৪৮ রানের ইনিংসে ৯ উইকেটে ২৩৬ সংগ্রহ করে আফগানিস্তান। আইরিশদের হয়ে মার্ক আদাইর নেন ৩ উইকেট।

অভিষেকেই চার উইকেট পেয়েছেন নানগেয়ালিয়া খারোতে

জবাবে পল স্টার্লিং (৫০) এবং কার্টিস কাম্ফের (৪৩) ছাড়া আয়ারল্যান্ডের হয়ে আর কেউ দাঁড়াতে পারেননি। এমনকি ৯ ব্যাটসম্যান দুই অঙ্কও স্পর্শ করতে পারেননি। ফলে ম্যাচ ও সিরিজ দুটোই হাতছাড়া হয়েছে আয়ারল্যান্ডের।

Also Read: আরেকটি বিশ্বকাপেও অনুপস্থিত আয়ারল্যান্ড, সামনে কী

ম্যাচ শেষে আফগানিস্তান কোচ জোনাথন ট্রট বলেছেন, ‘সত্যি বলতে আমি ভেবেছিলাম রান কম হয়েছে। কিন্তু এরপর আমরা দেখলাম উইকেট মন্থর হয়ে গেছে। দুজন নতুন স্পিনার নিয়ে এ ধরনের সিরিজে আমাদের ভালো পারফর্ম করা গুরুত্বপূর্ণ ছিল। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা ভালো করতে পারিনি। যে মানের ক্রিকেট আমরা খেলতে পারি, সেটা খেলতে পারিনি। এই সিরিজে ঘুরে দাঁড়ানো তাই জরুরি ছিল।’