সেঞ্চুরির পর টিম ডেভিড
সেঞ্চুরির পর টিম ডেভিড

রাসেলের ব্যাট দিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বেধড়ক পিটুনি ডেভিডের, ১১ ছক্কায় রেকর্ড সেঞ্চুরি

ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি একজন প্রতিষ্ঠিত ফিনিশার। অস্ট্রেলিয়া দলেও তাঁর কাজটা কমবেশি একই। তবে টিম ডেভিড আজ প্রমাণ করলেন, ক্রিজে আগেভাগে এসেও খেলাটা তিনি শেষ করতে জানেন।

ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ডেভিড ক্রিজে এলেন পাওয়ার প্লের মধ্যে, অস্ট্রেলিয়ার স্কোর তখন ৩ উইকেটে ৬১। এরপর ১১ ছক্কায় ৩৭ বলে করলেন রেকর্ড সেঞ্চুরি।

ডেভিডের বিধ্বংসী সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজের ২১৫ রান তাড়া করেছে ২৩ বল হাতে রেখে। আজ ৬ উইকেটের জয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের পর টি-টোয়েন্টি সিরিজও জয় নিশ্চিত করল অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি সিরিজে আপাতত ৩–০ তে এগিয়ে থাকা অস্ট্রেলিয়ার জন্য বাকি দুই ম্যাচ আনুষ্ঠানিকতার।

অস্ট্রেলিয়ার ইনিংসে প্রথম বলেই চার মেরে শুরু করেন ডেভিড। এরপর যা হয়েছে তা ছক্কার উৎসব। ইনিংসের দশম ওভারে ক্যারিবিয়ান স্পিনার গুড়াকেশ মোতির ৪ বলে টানা ছক্কা মারেন ডেভিড। আরেক স্পিনার আকিল হোসেনের ওপরও ঝড় বয়ে গেছে। ১৬ বলে ফিফটির দেখা পান ডেভিড, যা অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড।

৩৭
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিই করেছেন ডেভিড। এটি টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তৃতীয় দ্রুততম।

ডেভিড পরের ফিফটি তুলেছেন ২১ বলে। তবু অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরিই করেছেন ডেভিড। ১৭তম ওভারের প্রথম বলে রোমারিও শেফার্ডের বলে চার মেরে সেঞ্চুরি তুলে নেন। এই বাউন্ডারিতে নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার জয়ও। এর আগে অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরি ছিল জশ ইংলিশের। স্কটল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে সেঞ্চুরি করেছিলেন। ডেভিডের করা ৩৭ বলের সেঞ্চুরিটি টেস্ট খেলুড়ে কোনো দেশের বিপক্ষে তৃতীয় দ্রুততম।

অধিনায়ক শাই হোপের সেঞ্চুরিতে আজ বড় সংগ্রহই তুলেছিল আগে ব্যাটিংয়ে নামা ওয়েস্ট ইন্ডিজ। সংগ্রহটা আরও বড় হতে পারত, তবে শেষ ৫ ওভার ওয়েস্ট ইন্ডিজ তুলেছে মাত্র ৪৯ রান।  ৫৭ বলে ১০২ রানে অপরাজিত ছিলেন হোপ। বোলিং ইনিংসেও এক পর্যায়ে ৮৭ রানে অস্ট্রেলিয়ার ৪ উইকেট তুলে নিয়েছিল হোপের দল। তবে ডেভিড ও মিচেল ওয়েনের রেকর্ড জুটিতে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার পঞ্চম উইকেট জুটিতে সর্বোচ্চ ১২৮ রান তুলেছেন দুজন, তাও ৪৬ বলে। ভেঙেছেন মিচেল মার্শ ও টিম ডেভিডের আগের রেকর্ড (৯৭ রান)।

রেকর্ড জুটি গড়েছেন ডেভিড ও ওয়েন

ডেভিড ছক্কার ঝড় তুলেছেন ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি আন্দ্রে রাসেলের ব্যাট দিয়ে। ম্যাচ শেষে সে কথা জানিয়েছেন ডেভিড, ‘ড্রে রাস (আন্দ্রে রাসেল)এর ব্যাটটা এক বছর ধরে সঙ্গে করে বয়ে বেড়াচ্ছিলাম। মনে হলো, আজই সেটা ব্যবহার করার সবচেয়ে উপযুক্ত সময়।’

সংক্ষিপ্ত স্কোরওয়েস্ট ইন্ডিজ: ২১৪/৪( হোপ ১০২*, কিং ৬২; এলিস ১/৩৭, ওয়েন ১/২৩)অস্ট্রেলিয়া: ১৬.১ ওভারে ২১৫/৪( ডেভিড ১০২*, ওয়েন ৩৬*; শেফার্ড ২/৩৯, হোল্ডার ১/৩৫)ফল: অস্ট্রেলিয়া ৬ উইকেটে জয়ীম্যাচসেরা: টিম ডেভিড