Thank you for trying Sticky AMP!!

পার্থ টেস্টে শাহিন আফ্রিদিদের বোলিং সন্তুষ্ট করতে পারেনি ওয়াসিম আকরামকে

‘বাউন্স দেখে উত্তেজিত হয়ো না, আফ্রিদিদের বোলিংয়ে হতাশ আকরামের পরামর্শ

পার্থের উইকেটে যে বাউন্স থাকবে, তা সবারই জানা ছিল। বাউন্সি উইকেটে পেসাররা মূলত শর্ট বলে ব্যাটসম্যানকে ধরাশায়ী করতে চায়। পাকিস্তানের পেসার শাহিন আফ্রিদি, খুররম শাহজাদরা সেটাই করেছেন। তবে বেশি বেশি বাউন্স দিতে গিয়ে বোলিংয়ের মৌলিক যে বিষয় লেংথ, সেটাই ঠিক রাখতে পারেননি তাঁরা।

লাইন ও লেংথ ঠিক রাখতে না পারার খেসারত সিরিজের প্রথম টেস্টে দিতে হয়েছে পাকিস্তানিদের। পার্থ টেস্ট পাকিস্তান হেরে গেছে চার দিনের মধ্যে, ৩৬০ রানে। পাকিস্তান মূলত প্রথম ইনিংসেই পিছিয়ে পড়ে। এই টেস্ট দিয়ে অভিষেক হওয়া পাকিস্তানের পেসার আমির জামাল প্রথম ইনিংসে ৬ উইকেট পেলেও ১১৩.২ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া তোলে ৪৮৭ রান। ওপেনার ডেভিড ওয়ার্নার করেছেন দারুণ এক শতক।

Also Read: কোনো বিশেষজ্ঞ স্পিনার ছাড়াই পার্থে নামছে পাকিস্তান, দুই পেসারের অভিষেক

কিংবদন্তি পাকিস্তানি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম

ম্যাচ শেষে পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম আফ্রিদি-শাহজাদদের বোলিং নিয়ে হতাশার কথা বলেছেন। অন্য যেকোনো সময়ের চেয়ে এবারের অস্ট্রেলিয়া সফরে পাকিস্তান তুলনামূলক নতুনে ঠাসা একটি পেস আক্রমণ নিয়ে খেলতে গিয়েছে। আকরাম তাই তরুণ এই পেসারদের একটি পরামর্শও দিয়ে রেখেছেন।

অস্ট্রেলিয়ার মাটিতে ৯ টেস্ট খেলে ২৪.০৫ গড়ে ৩৬ উইকেট নেওয়া আকরাম ফক্স স্পোর্টসকে বলেছেন, ‘অস্ট্রেলিয়ায় খেলাটা ভিন্ন ব্যাপার। কোকাবুরা বলে ১৫ ওভার পর আর কিছু করা যায় না। তারা (পাকিস্তানের পেসাররা) শর্ট বল করতে চায়। তারা বাউন্সের ওপর নির্ভর করে থাকে।’

অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের দক্ষতার কথা মনে করিয়ে দিয়ে সেখানকার বাউন্সি পিচে পাকিস্তানের বোলারদের কী করতে হবে, সেই পরামর্শ দিয়েছেন আকরাম, ‘তারা ভালো পুল খেলতে পারে। তারা হুকও ভালো খেলে। পাকিস্তানের সব বোলারদের প্রতি আমার পরামর্শ হচ্ছে, লেংথই আসল।’

Also Read: ৩৬০ রানে হার পাকিস্তানের, অস্ট্রেলিয়ায় টানা ১৫তম

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ১৬৪ রানের ইনিংস খেলেন ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়ার মাটিতে পাকিস্তানের পেসারদের মধ্যে সবচেয়ে ভালো বোলিং গড় যাঁর সেই আকরাম এরপর যোগ করেছেন, ‘আপনি যখনই লেংথটা ঠিক রাখবেন, তখনই ব্যাটারদের সমস্যায় খেলতে পারবেন। শর্ট বল দিয়ে ব্যাটারদের সমস্যায় ফেলা যাবে না। অপটাস ক্রিকেট গ্রাউন্ডের বাউন্স দেখে বেশি উত্তেজিত হয়ো না।’

প্রথম ইনিংসে ১৬ চার ও ৪ ছয়ে ২১১ বলে ১৬৪ রান করা ওয়ার্নারও কথা বলেছেন একই সুরে, ‘কখনো কখনো অস্ট্রেলিয়ায় এসে প্রতিপক্ষ দলের বোলাররা দু-একটা বল ওপরে তোলে। কিন্তু এগুলো আমাদের ব্যাটাররা ড্রাইভ খেলে মাঠের বাইরে পাঠায়। এরপর তারা লেংথ হারিয়ে ফেলে।’

ওয়ার্নার এরপর যোগ করেন, ‘আপনি যদি আমাদের বোলারদের দিকে তাকান, তাহলে দেখবেন তারা লেংথে ধারাবাহিক...আমার মনে হয় আমাদেরকে খেলানোর জন্য তারা (পাকিস্তানের বোলাররা) সঠিক জায়গায় খুব বেশি বল করতে পেরেছে।’ওয়ার্নার

Also Read: বিব্রতবোধ করছেন ওয়াসিম আকরাম