ধর্মশালায় গত বৃহস্পতিবার নিরাপত্তার কারণে সমর্থকদের সঙ্গে ছবি না তোলায় এবং স্টেডিয়াম ছাড়তে তাঁদের বাধ্য করতে গিয়ে কিছুটা কর্কশ আচরণ করায় দুঃখ প্রকাশ করেছেন আইপিএল ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের মালিক ও বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। বিশেষ ট্রেনে ধর্মশালা থেকে সবাইকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন তিনি।
হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন (এইচপিসিএ) স্টেডিয়ামে বৃহস্পতিবার রাতটা প্রীতি জিনতার জন্য বিশেষ হতে পারত। সেই রাতে তাঁর দল পাঞ্জাব কিংস দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারলেই ১১ বছর পর আইপিএলের প্লে-অফ পর্বে উঠে যেত। আগে ব্যাটিংয়ে নামা পাঞ্জাবের শুরুটাও দারুণ হয়েছিল। দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংয়ের ঝোড়ো ফিফটিতে দলটি ১০.১ ওভারে ১ উইকেট হারিয়ে ১২২ রান তুলে ফেলেছিল।
কিন্তু এরপরই সব ওলটপালট। হঠাৎ স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট টাওয়ার বন্ধ হয়ে যায়। কয়েক মিনিট পর বন্ধ হয়ে যায় আরও দুটি। চার ফ্লাডলাইট টাওয়ারের মাত্র একটি চালু থাকায় স্টেডিয়াম এলাকার বেশির ভাগ অংশ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে।
কিছুক্ষণ পরই খবর আসে, ভারতের জম্মু ও পাঠানকোটে মিসাইল হামলা চালিয়েছে পাকিস্তান। ধর্মশালা এই দুই শহরের নিকটবর্তী হওয়ায় নিরাপত্তার কারণে তিনটি ফ্লাডলাইট টাওয়ার নিভিয়ে খেলা বন্ধ রাখা হয়।
এরপর দ্রুততম সময়ের মধ্যে খেলোয়াড়, কোচিং স্টাফ, ম্যাচ রেফারি, আম্পায়ার, সম্প্রচারকারী টেলিভিশন চ্যানেলের ক্রুদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। দর্শকদের চলে যেতে অনুরোধ করতে দেখা যায় খোদ আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল ও পাঞ্জাব কিংসের মালিক প্রীতি জিনতাকে।
এ সময় ভক্তদের কেউ কেউ প্রীতির সঙ্গে ছবি তুলতে চান। কিন্তু তিনি সেই অনুরোধ রাখেননি। বরং দর্শকদের দ্রুত স্টেডিয়াম ছাড়তে তাগাদা দেন। সার্বিক পরিস্থিতির কারণেই সেদিন প্রীতিকে এমন আচরণ করতে হয়েছিল। তবু ভক্তরা যদি তাঁকে ভুল বুঝে থাকেন অথবা মনে কষ্ট নিয়ে থাকেন, তাই তাঁদের কাছে ক্ষমা চেয়েছেন।
আজ বিকেলে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম পেজগুলোতে প্রীতি জিনতা লিখেছেন, ‘ধর্মশালা স্টেডিয়ামে উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা কেউ আতঙ্কিত হয়ে পড়েননি এবং পদদলিত হওয়ার মতো ঘটনা ঘটেনি। আপনারা সত্যিকারের রকস্টার। আমি দুঃখিত যে আপনাদের সঙ্গে কিছুটা রূঢ় আচরণ করেছিলাম এবং সবার সঙ্গে ছবি তুলতে অস্বীকৃতি জানিয়েছিলাম। আসলে ওই সময় সবাইকে নিরাপদ জায়গায় থাকতে হতো এবং আপনাদের নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব ও কর্তব্য ছিল। এটা সম্ভব করার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আপনাদের সবাইকে অনেক ভালোবাসি।’
সবাইকে নিরাপদ স্থানে পৌঁছে দেওয়ায় ৫০ বছর বয়সী অভিনেত্রী সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এভাবে, ‘গত কয়েক দিনের উত্তেজনাকর পরিস্থিতির পর অবশেষে বাড়ি ফিরে এলাম। আইপিএলের দুই দল, সব কর্মকর্তা এবং পরিবারকে নিরাপদে, দ্রুত ও স্বস্তিদায়কভাবে ধর্মশালা ছেড়ে যেতে সাহায্য করার জন্য ভারতের রেল বিভাগ এবং আমাদের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে আন্তরিক ধন্যবাদ। ধর্মশালা স্টেডিয়াম নিরাপদে ও সুশৃঙ্খলভাবে খালি করার কাজে সহযোগিতা করার জন্য জয় শাহ, অরুণ ধুমাল, পাঞ্জাব কিংসের প্রধান নির্বাহী সতীশ মেনন এবং আমাদের ক্রিকেট পরিচালনা দলকে অনেক ধন্যবাদ। সবকিছু খুব সুন্দরভাবে পরিচালিত হয়েছিল।’
বৃহস্পতিবার পাঞ্জাব কিংস-দিল্লি ক্যাপিটালস ম্যাচ বন্ধ হওয়ার পর আইপিএল স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় শিগগিরই টুর্নামেন্ট মাঠে ফেরানোর পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সব ঠিক থাকলে ১৬ মে থেকে বাকি অংশ শুরু হতে পারে।