Thank you for trying Sticky AMP!!

দলের বাইরে থেকেও বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে আছেন আর্চার

ইংল্যান্ডের চুক্তিতে নেই ম্যালান-রয়, চোট নিয়েও আছেন আর্চার

ছন্দহীনতায় বিশ্বকাপ দলে জায়গা হারানো জেসন রয় এবার ছিটকে গেলেন বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকেও। কেন্দ্রীয় চুক্তি থেকে অবনমিত হয়ে এই ওপেনার ঠাঁই পেয়েছেন ইনক্রিমেন্ট চুক্তিতে।

অবনমনের তালিকায় রয়ের সঙ্গে আছেন আরেক ব্যাটসম্যান ডেভিড ম্যালানও। যদিও বিশ্বকাপ দলে ঠিকই আছেন তিনি, অস্ট্রেলিয়ার কন্ডিশনে দলের পরিকল্পনাতেও আছেন ভালোভাবেই। ম্যালান-রয় পড়লেও চোটের সঙ্গে লড়তে থাকা জফরা আর্চার ঠিকই জায়গা ধরে রেখেছেন কেন্দ্রীয় চুক্তিতে।

ম্যালান-রয় নেই ইসিবির কেন্দ্রীয় চুক্তিতে

আজ ২০২২-২৩ মৌসুমের জন্য চুক্তিতে থাকা ৩০ ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। ঘোষিত এই চুক্তিতে ১৮ জনকে রাখা হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে। গত বছর কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন ২০ জন ক্রিকেটার। এ ছাড়া ছয়জন জায়গা পেয়েছেন ইনক্রিমেন্ট চুক্তিতে এবং ছয়জনের ঠাঁই হয়েছে পেস বোলিং ডেভেলপমেন্ট চুক্তিতে।

Also Read: ফেরার আগেই মৌসুম শেষ আর্চারের

সাম্প্রতিক সময়ের দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে আগামী ১২ মাসের জন্য কেন্দ্রীয় চুক্তিতে জায়গা নিশ্চিত করছেন বেন ফোকস। চলতি বছর ইংল্যান্ডের টেস্ট দলে উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ ছিলেন ফোকস। কেন্দ্রীয় চুক্তিতে ফোকসের সঙ্গী হয়েছেন সাদা বলের ক্রিকেটে নতুন করে সম্ভাবনা জাগানো লিয়াম লিভিংস্টোনও।

অন্যদিকে রয়ের অবনমনের পেছনে ভূমিকা রেখেছে লম্বা সময় ধরে চলতে থাকা রানখরা। টি-টোয়েন্টিতে এ বছর ১১ ইনিংসে তাঁর ব্যাট থেকে এসেছে ১৮.৭০ গড়ে ২০৬ রান। এমনকি দ্য হানড্রেডেও নিজেকে হারিয়ে খুঁজেছেন এই ক্রিকেটার।

গত বছর মার্চ থেকে দলের বাইরে আর্চার, অবশ্য সম্প্রতি নেটে ফিরেছেন তিনি

সেখানে বিপরীত অবস্থা আর্চারের। ২০২১ সালের মার্চের পর ইংল্যান্ডের হয়ে কোনো সংস্করণেই খেলেননি কনুইয়ের চোটের সঙ্গে লড়তে থাকা আর্চার। এমনকি ২৭ বছর বয়সী এ ফাস্ট বোলার কবে মাঠে ফিরবেন, তা–ও নিশ্চিত নয়। তবে তাঁর ওপর আস্থা রাখছে বোর্ড। সময়টা খুব ভালো না গেলেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা ধরে রেখেছেন জ্যাক ক্রলি।

সাম্প্রতিক সময়ে ভালো করার ফল পেয়েছেন হ্যারি ব্রুক, ম্যাথু পটস ও রিস টপলি। তিনজনই জায়গা পেয়েছেন ইনক্রিমেন্ট চুক্তিতে।
এ ছাড়া পুরোপুরিভাবে চুক্তি থেকে বাদ পড়েছেন পাঁচজন। অবসরে যাওয়া এউইন মরগানের সঙ্গে রাখা হয়নি ররি বার্নস, ডম বেস, ক্রিস জর্ডান ও টম কারেনকে।

Also Read: ইংল্যান্ড দলে ফিরলেন স্টোকস, বাদ জেসন রয়

ইসিবির কেন্দ্রীয় চুক্তি

মঈন আলী, জেমস অ্যান্ডারসন, জফরা আর্চার, জনি বেয়ারস্টো, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারেন, বেন ফোকস, জ্যাক লিচ, লিয়াম লিভিংস্টোন, ওলি পোপ, আদিল রশিদ, ওলি রবিনসন, জো রুট, মার্ক উড, ক্রিস ওকস, বেন স্টোকস।

ইনক্রিমেন্ট চুক্তি

জেসন রয়, ডেভিড মালান, হ্যারি ব্রুক, ম্যাথু পটস, রিস টপলি, ডেভিড উইলি।

পেস বোলিং ডেভেলপমেন্ট

সাকিব মেহমুদ, ম্যাট ফিশার, ব্রাইডন কারস, ওলি স্টোন, জেমি ওভারটন, ক্রেইগ ওভারটন।