মুর্শিদা খাতুন (বাঁয়ে) ও জান্নাতুল ফেরদৌস
মুর্শিদা খাতুন (বাঁয়ে) ও জান্নাতুল ফেরদৌস

মেয়েদের বিসিএল

এবার মুর্শিদার সেঞ্চুরি, আবার জান্নাতুলের ৫ উইকেট

দিলারা আক্তারের জবাবে মুর্শিদা খাতুন!

মেয়েদের বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) গতকাল সেঞ্চুরি করেছেন পূর্বাঞ্চলের ওপেনার দিলারা। আজ দিলারাদের বিপক্ষেই সেঞ্চুরি পেয়েছেন মধ্যাঞ্চলের ওপেনার মুর্শিদা।

মুর্শিদার অপরাজিত ১২২ রানের সঙ্গে অধিনায়ক নিগার সুলতানার অপরাজিত ৬৪ রানের সুবাদে বেশ ভালো অবস্থানে পৌঁছে গেছে মধ্যাঞ্চল। রাজশাহীর শহীদ এ এইচ এম কামারুজ্জামান স্টেডিয়ামে ৭৩ ওভারে ২ উইকেটে ২৪২ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে তারা; ৮ উইকেট হাতে নিয়ে পিছিয়ে আছে ১১২ রানে।

এর আগে ৮ উইকেটে ৩১৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করা পূর্বাঞ্চল আরও ৩৮ রান যোগ করে। মধ্যাঞ্চলের নাহিদা আক্তার ৪টি ও লতা মণ্ডল ৩টি উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংস শুরু করতে নেমে উদ্বোধনী জুটিতে ৪২ রান যোগ করেন মুর্শিদা ও ফারজানা আক্তার। ব্যক্তিগত ২৪ রানে ফারজানা আউট হওয়ার পর লতাকে নিয়ে ৫৩ রানের জুটি গড়েন মুর্শিদা। জাতীয় দলের অলরাউন্ডার লতা আউট হন ২২ রান করে।

পূর্বাঞ্চলের বোলারদের সাফল্য বলতে এটুকুই। ফাহিমা খাতুনের দলকে দিনের বাকিটা সময় দারুণভাবে সামলেছেন মুর্শিদা ও নিগার।

রাজশাহীর আরেক ভেন্যু বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বোলিং–ঝলক দেখিয়েছেন জান্নাতুল ফেরদৌস। তাঁর ৫ উইকেটের সুবাদে দক্ষিণাঞ্চলের বিপক্ষে প্রথম ইনিংসে ১৮ রানে লিড নেয় উত্তরাঞ্চল। দ্বিতীয় দিন শেষে তারা ১১৩ রানে এগিয়ে।

রাজশাহীতে চলছে ৪ দলের বিসিএল

প্রথম ইনিংসে উত্তরাঞ্চলের ২৩৮ রানে অলআউট হয়। জান্নাতুলের দারুণ বোলিংয়ে দক্ষিণাঞ্চল আজ ২২০ রানে গুটিয়ে যায়। দিনের খেলা শেষ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ৯৫ রান তোলে উত্তরাঞ্চল।

গত সপ্তাহে প্রথম রাউন্ডের মধ্যাঞ্চলের বিপক্ষে এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন জান্নাতুল। দীর্ঘদিন অস্ট্রেলিয়ায় কাটানো এই অফব্রেক বোলার এবার ৫৮ রানে নিয়েছেন ৫ উইকেট।