ওয়ানডে অধিনায়কত্ব পেয়েছিলেন শ্রীলঙ্কা সফরের একদম আগমুহূর্তে। আর শ্রীলঙ্কায় বাংলাদেশের সিরিজটা শুরু হচ্ছে টেস্ট দিয়ে। এ সংস্করণেও মেহেদী হাসান মিরাজ গুরুত্বপূর্ণ। টেস্ট চ্যাম্পিয়নশিপে গত চক্রে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। ব্যাট-বল হাতে ধারাবাহিক পারফরমার, টেস্ট দলের সহ-অধিনায়কও। কিন্তু শ্রীলঙ্কায় পৌঁছেই জ্বরে আক্রান্ত হয়েছেন মিরাজ।
এ জন্য দলের সঙ্গে দুই দিন অনুশীলনও করতে পারেননি মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে গলে আগামীকাল শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে কি তিনি খেলতে পারবেন? এমন প্রশ্নে গতকাল বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনের জবাব ছিল, ‘মিরাজের অবস্থা আগের চেয়ে ভালো। তবে এখনো পর্যবেক্ষণে আছে। আগের থেকে ভালো অবস্থায় আছে।’ আগের দিন প্রধান কোচ ফিল সিমন্সও জানিয়েছিলেন, শেষ পর্যন্ত মিরাজের জন্য অপেক্ষা করবেন তাঁরা।
তবে দলীয় সূত্রের খবর, মিরাজের গল টেস্টে খেলার সম্ভাবনা কম। তা অবশ্য জ্বরের কারণে নয়। শ্রীলঙ্কায় ছড়িয়ে পড়া ডেঙ্গু ও চিকুনগুনিয়া জ্বরও তাঁর হয়নি। ভাইরাল জ্বরে আক্রান্ত হয়েছেন মিরাজ। তা এখন অনেকটা সেরেও গেছে।
তবে প্রথম টেস্টের আগে দলের সঙ্গে অনুশীলন করেননি মিরাজ। তাঁকে নিয়ে যেটুকু সংশয়, তা মূলত এ কারণেই। গল টেস্টে মিরাজের খেলা না–খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামীকাল সকালে। এখন পর্যন্ত তাঁর মাঠে নামার সম্ভাবনা কম।
২৫ জুন শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এরপর তিনটি ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।