Thank you for trying Sticky AMP!!

বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স

‘অস্ট্রেলিয়ায় ২০০ রান জরুরি নয়’

অভিজ্ঞতাটা প্রথমে হয়েছিল বাংলাদেশ নারী দলের। অস্ট্রেলিয়ায় ২০২০ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের মেয়েরা খেলেছিল সে দেশে এর আগে কোনো ম্যাচ খেলার অভিজ্ঞতা ছাড়াই। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ পুরুষ দলও শুরুটা করবে শূন্য থেকে। বাংলাদেশ দলও এখন পর্যন্ত কোনো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়ার মাটিতে। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপই হতে যাচ্ছে বাংলাদেশের ‘প্রথম’।

তবে অস্ট্রেলিয়াকে চিনিয়ে দিতে বাংলাদেশ দলের ব্যাটিং কোচ জেমি সিডন্স তো আছেনই। এই অস্ট্রেলীয় কোচের কাছেই আজ বিশ্বকাপ কাভার করতে যাওয়া বাংলাদেশি সাংবাদিকদের জিজ্ঞাসা ছিল, রান কেমন হবে এবারের বিশ্বকাপে? ব্রিসবেনে জাতীয় দলের প্রথম অনুশীলন শেষে সিডন্সও কৌতূহল মেটালেন। জানালেন, অস্ট্রেলিয়ার কন্ডিশনে বাংলাদেশ দলের ব্যাটিং ভাবনার কথাও।

জেমি সিডন্সের কথা, ‘নিউজিল্যান্ডে কেবল একটি স্কোর ছিল দুই শ ছাড়ানো। ২০০ করা নিয়ে তাই আমাদের ভাবনা নেই। আমরা যদি ১৬০-১৭০ নিয়মিত করতে পারি, আমাদের বোলিং আক্রমণ দিয়ে ম্যাচ হারের চেয়ে জিতবই বেশি।’

২০০ রান করা নিয়ে ভাবছেন না সিডন্স

বাংলাদেশ দলের বোলিং আক্রমণে আস্থা রেখেই সিডন্স বলেছেন, ‘আমার মনে হয় না, এখানে ২০০ দরকার আছে। কালকেও ২০০ দরকার হবে না, বিশ্বকাপেও ২০০ রানের স্কোর খুব একটা জরুরি হবে না। ১৭০-১৮০ এখানে হবে আদর্শ স্কোর। ১৭০ করতে পারলে আমরা খুবই খুশি থাকব। আমাদের বোলিং আক্রমণের জন্য এটা যথেষ্ট হবে। বিগ ব্যাশ দেখেছেন, সেখানে গড় স্কোর ২০০ নয়। খুবই বিরল স্কোর এটা।’

Also Read: লক্ষ্য অংশগ্রহণ, উপলক্ষ কেনাকাটা

প্রত্যাশিত স্কোরের সঙ্গে চলে আসে বাংলাদেশ দলের ব্যাটিং অর্ডারের আলোচনাও। সে প্রসঙ্গে সিডন্সকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘খুব কাছাকাছি আমরা এখন (ব্যাটিং অর্ডার ঠিক করায়)। আমাদের ভাবনায় আমরা সঠিক আছি বলেই মনে করি। প্রয়োজন এখন কোনো একজনের নিজেকে মেলে ধরার ও বড় স্কোর গড়ার।’

কাল বাংলাদেশ দল ব্রিসবেনের গ্যাবায় আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলবে। একই মাঠে ১৯ অক্টোবর বাংলাদেশ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

এই দুটি ম্যাচ দেখে ব্যাটিং অর্ডার সম্পর্কে আরও পরিষ্কার ধারণা নেবে টিম ম্যানেজমেন্ট, ‘আমাদের চূড়ান্ত ব্যাটিং অর্ডারের অনেকটা কাছাকাছি কিছুই দেখা যাবে এই দুই ম্যাচে। আমাদের দল খুব বেশি টি-টোয়েন্টি জেতেনি, চেষ্টা করছে সেরা সমন্বয় ও সেরা ব্যাটিং অর্ডার বাছাই করতে। আমরা অনেকটাই কাছাকাছি চলে এসেছি (ব্যাটিং অর্ডার চূড়ান্ত করার)।’

Also Read: সব আলো জ্বলে উঠুক একসঙ্গে