Thank you for trying Sticky AMP!!

মাশরাফির প্রশ্ন, ‘সাকিব-লিটনদের আটকে রেখে লাভ কী?’

চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে আজ থেকে। এরপর ৪ এপ্রিল ঢাকায় শুরু হবে একমাত্র টেস্ট। মাঝে ৩১ মার্চ ভারতে শুরু হবে আইপিএল। বাংলাদেশের তিন ক্রিকেটার সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস টেস্ট না খেলে আইপিএলে যাওয়ার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র চেয়েছিলেন। বোর্ডের সিদ্ধান্ত, টেস্ট শেষ করে তবে আইপিএলে যেতে হবে তাঁদের।

সাকিব-লিটনদের আইপিএলে খেলার বিষয়ে বিসিবির এমন সিদ্ধান্তে একটু যেন অবাকই হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তিনি মনে করেন, আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে ক্রিকেটারদের কীসে ভালো হবে, সেটাই ভাবা উচিত।

Also Read: সাকিব–লিটনদের আইপিএল খেলার সিদ্ধান্ত জানালেন বিসিবি সভাপতি

বিকেএসপিতে আজ মোহামেডানের বিপক্ষে ম্যাচ জয়ের পর লিজেন্ডস অব রূপগঞ্জের পেসার মাশরাফি বলেছেন, ‘টেস্ট খেলা থাকলেও দল যদি এটা সামলাতে পারে, তাহলে গেলে তো সমস্যা নেই। পৃথিবীর অন্য কোনো দেশ তো কোনো ক্রিকেটারকে আটকাচ্ছে না। আমরা শুধু শুধু আবেগী হয়ে তো লাভ নেই।’

সাকিব–লিটন কি আইপিএলে কলকাতা নাইট রাইডার্সে ডাক পেয়েছেন

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলার জন্য তিনজন খেলোয়াড়কে ছাড়া যাবে না, এটা মানতে পারছেন না মাশরাফি, ‘এদিকে তো আমরা অনেক খেলোয়াড়কে অদলবদল করে খেলাচ্ছি। ওদের যখন ভালো জায়গায় সুযোগ হয়, তখন বারবার আটকানো তো ঠিক নয়।’

এ বিষয়ে খেলোয়াড়দের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বোর্ডকে পরামর্শ দিয়েছেন আজ লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে ১৭ রানে ৫ উইকেট পাওয়া মাশরাফি, ‘ওদের সঙ্গে খোলামেলা আলাপ করা উচিত। ওরা যদি মন থেকে যেতে চায়, তাহলে কেন নয়? টেস্ট ম্যাচ যেহেতু আয়ারল্যান্ডের সঙ্গে, আমার মনে হয়, এটা সামলানোর সামর্থ্য আছে।’

Also Read: সাকিবদের আইপিএলে যাওয়া প্রসঙ্গে হাথুরুসিংহে, ‘সবার আগে দেশের হয়ে খেলা’

মাশরাফি এরপর যোগ করেন, ‘যে তিনজন ক্রিকেটারকে নিয়ে কথা হচ্ছে, তারা যদি যেতে চায়, অবশ্যই যেতে দেওয়া উচিত। সারা বিশ্বের ক্রিকেটাররাই তো যাচ্ছে। শুধু শুধু আমাদের (সাকিব-লিটনদের) আটকে রেখে লাভ কী?’

মাশরাফির পরামর্শটা এ রকম, ‘সাকিব-লিটন ওদের কথা বলবে, তারপর বোর্ড বোর্ডের কথা বলবে। এভাবে একটা আলোচনা হবে। আমরা মিডিয়ায় এত কথা বলে লাভ নেই। একটা সমাধান তো হবে নিশ্চয়ই।’

Also Read: কলকাতায় সাকিব–লিটন