
ডান দিকে ঝাঁপিয়ে সাই কিশোরের তোলা ক্যাচটি নিলেন মহেন্দ্র সিং ধোনি। তাতেই ম্যাচের সমাপ্তি। ক্রিকেটে ধোনি-যুগের সমাপ্তিও কি!
আহমেদাবাদে আজ ধোনি ওই ক্যাচটি নিতেই শেষ হয়েছে এ মৌসুমে চেন্নাই সুপার কিংসের পথ চলা। আগামী মৌসুমে ধোনি আইপিএলে ফিরবেন কি না কে জানে! ম্যাচ শেষে ধোনি বলেছেন চার-পাঁচ মাস পরে সিদ্ধান্ত নেবেন পরের মৌসুমেই খেলবেন কি না। যদি আর না খেলেন, তবে এটাই হয়ে থাকবে ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়কের শেষ আইপিএল ম্যাচ।
গুজরাট টাইটানসকে ৮৩ রানে হারিয়েই মৌসুমটা শেষ করল আগেই বাদ পড়া নিশ্চিত হওয়া চেন্নাই। ১৪তম ম্যাচে পাওয়া চতুর্থ এই জয়ও অবশ্য চেন্নাইকে দশে দশ হওয়া থেকে বাঁচাতে পারেনি।
তবে চেন্নাই গুজরাট টাইটানসের সরাসরি কোয়ালিফায়ারে খেলার পথটা কঠিন করে দিয়েছে। ১৪ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করল গুজরাট। আপাতত পয়েন্ট তালিকার শীর্ষেই আছে দলটি। তবে মুম্বাই, পাঞ্জাব ও বেঙ্গালুরুর সম্ভাবনা আছে গুজরাটকে পেছনে ফেলার।
টসে জিতে ব্যাটিং নিয়ে ধোনিরা করেছিলেন ৫ উইকেটে ২৩০ রান। ধোনিকে ব্যাটিংয়ে নামতে হয়নি। তাঁর দলের হয়ে সর্বোচ্চ ৫৭ রান করেছেন ডেভাল্ড ব্রেভিস। ৫ ছক্কায় ২৩ বলেই এই রান করেছেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। এ ছাড়া ডেভন কনওয়ে ৩৫ বলে ৫২, আয়ুশ মাত্রে ১৭ বলে ৩৪, উরবিল প্যাটেল ১৯ বলে ৩৭ ও রবীন্দ্র জাদেজা ১৮ বরে ২১ রান করেন।
রান তাড়ায় ১৮.৩ ওভারে ১৪৭ রানে অলআউট হয় গুজরাট। ওপেনার সাই সুদর্শন করেছেন সর্বোচ্চ ৪১ রান (২৮)। চেন্নাইয়ের মিডিয়াম পেসার অংশুল কাম্বোজ ১৩ রানে ও বাঁহাতি স্পিনার নুর আহমেদ ২১ রানে নেন ৩ উইকেট।