Thank you for trying Sticky AMP!!

তৌহিদ হৃদয় বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের হয়ে খেলছেন

ইংল্যান্ড সিরিজের বাংলাদেশ দলে নতুন মুখ তৌহিদ হৃদয়

ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য ১৪ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ব্যাটসম্যান তৌহিদ হৃদয়

চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। ফিরেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। সর্বশেষ ওয়ানডে দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী, নুরুল হাসান, শরীফুল ইসলাম, এনামুল হক ও নাসুম আহমেদ।

Also Read: ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড, সিরিজ শুরু ১ মার্চ

এবারের বিপিএলে হৃদয়ের ব্যাট থেকে এসেছে তৃতীয় সর্বোচ্চ ৪০৩ রান। সিলেট স্ট্রাইকার্সের হয়ে তরুণ এই ব্যাটসম্যানের সাম্প্রতিক ফর্ম জাতীয় দলে ডাক পেতে সাহায্য করেছে। এ ছাড়া ‘এ’ দল ও এইচপি দলের হয়েও হৃদয়ের পারফরম্যান্স জাতীয় দলে জায়গা করে নেওয়ার আরেক কারণ বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, ‘বিপিএলে তো ভালো করেছেই। সে আমাদের পুলের ক্রিকেটার। যে কিনা এইচপি ও “এ” দলের হয়ে ভালো করেছে।’

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে ডাক পেয়েছেন তৌহিদ হৃদয়

বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ভারত সিরিজে ভালো করেছিলেন। কিন্তু তাঁকে ইংল্যান্ড সিরিজে রাখা হয়নি। এ ব্যাপারে মিনহাজুল বলেছেন, ‘আমরা তাকে অন্য সংস্করণের জন্য বিবেচনায় রেখেছি। আশা করি, সে সেখানে ভালো করবে।’

বাদ পড়াদের তালিকায় আছেন ইয়াসির আলীও। যদিও তাঁর দলে ফেরার সম্ভাবনাও উড়িয়ে দেননি মিনহাজুল, ‘আমাদের আরও একজন ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ আছে। আমরা সেটা প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্সের পর বিবেচনা করব। ইয়াসির সে ভাবনায় আছে।’ তবে ফর্মের কারণে বাদ পড়েছেন নুরুল হাসান ও শরীফুল ইসলাম, সেটাও নিশ্চিত করেছেন মিনহাজুল, ‘এই দুজনকে আমরা ফর্মের বিবেচনায় বাদ দিয়েছি।’

Also Read: অভিষেকের অপেক্ষায় থাকা রেহান-অ্যাবেলকে নিয়ে বাংলাদেশে আসছে ইংল্যান্ড

তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২০ ফেব্রুয়ারি বাংলাদেশে আসার কথা ইংল্যান্ডের। ১ মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বাংলাদেশের সফর।

প্রথম দুই ওয়ানডের বাংলাদেশ দল

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, হাসান মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, ইবাদত হোসেন, তাইজুল ইসলাম ও তৌহিদ হৃদয়।