কে বলে টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা ভাটার পথে? ইংল্যান্ড-ভারত টেস্ট সিরিজ দেখে বরং উল্টোটা মনে হতে পারে। গোটা ক্রিকেট–দুনিয়ার চোখ আটকে ছিল আজ ওভালে শেষ দিনে। পাঁচ টেস্টের সিরিজে মাঠে ২৪ দিন লড়াইয়ের পর আজ শেষ দিনে এসে নির্ধারিত হলো সিরিজের ভাগ্য! কারও কারও মতে, এটি সর্বকালের সেরা টেস্ট সিরিজগুলোর একটি। সেটি বিচারের দায়িত্ব ইতিহাসের। তবে ওভালে আজ শেষ দিনের মঞ্চে নাটক কম হয়নি, আর সেই নাটকে ছিলেন দারুণ সব চরিত্র—কাঁধে চোট পাওয়ায় অকেজো একটি হাত নিয়েই ব্যাটিংয়ে নামা ক্রিস ওকস, গাস অ্যাটকিনসনের বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী মনোভাব এবং মোহাম্মদ সিরাজ; শাপমোচন হতে পারে যাঁর আরেক নাম! ছবির গল্পে আসুন দেখে নিই ওভালে শেষ দিনের খণ্ড খণ্ড চিত্র:
