Thank you for trying Sticky AMP!!

টেস্ট ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়ার উচ্ছ্বাস টিসেপো মোরেকির

টেস্ট ক্রিকেটে ১৯০৬ ও ২০১১ ফিরিয়ে আনলেন জোসেফ-মোরেকি

নিউজিল্যান্ডের ইনিংসের প্রথম ওভারটা করলেন দক্ষিণ আফ্রিকার বোলার ডুয়ান অলিভিয়ের। মাউন্ট মঙ্গানুইয়ে আজ সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামার আগে ১৫ টেস্ট খেলে এবারের নিউজিল্যান্ড সফরে দক্ষিণ আফ্রিকা দলের বোলিং আক্রমণের সবচেয়ে অভিজ্ঞ বোলার তিনিই। ইনিংসের দ্বিতীয় ওভারটা যিনি করতে এলেন, সেই টিসেপো মোরেকিয়ের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকই হয়েছে আজ।

টেস্ট ক্রিকেটে অভিষেকটা ৩০ বছর বয়সী মোরেকি স্মরণীয় করে ফেললেন প্রথম বলেই। দুর্দান্ত এক ডেলিভারিতে ডেভন কনওয়েকে এলবিডব্লিউ করে টেস্ট ক্রিকেটে অভিষেকের প্রথম বলেই উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন তিনি। ১৭ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে একই কীর্তি গড়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার শামার জোসেফ। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম বলেই তিনি ফিরিয়েছিলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান স্টিভ স্মিথকে।

Also Read: কখনো সিরিজ না হেরেও এবার নিউজিল্যান্ডের বিপক্ষে ‘আন্ডারডগ’ দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার পেসার টিসেপো মোরেকি

জোসেফের পর একই কীর্তি গড়ে মোরেকি মনে করিয়ে দিলেন টেস্ট ক্রিকেটের দুটি বছর—১৯০৬ ও ২০২১। টেস্ট ক্যারিয়ারে প্রথম বলে উইকেট নেওয়া ২৪তম বোলার মোরেকি। আজ কনওয়ের উইকেটটি নিয়ে তিনি টেস্ট ক্রিকেটে ফিরিয়ে এনেছেন ১৯০৬ ও ২০১১ সালকে। টেস্ট ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এই নিয়ে তৃতীয়বারের মতো একই বছরে দুবার কোনো বোলারের ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়ার ঘটনা ঘটল।

এমন ঘটনা টেস্ট ক্রিকেট প্রথম দেখেছে ১৯০৬ সালে। এ বছরটা একদিক থেকে আরও আলাদা। সেবার টেস্ট ক্রিকেটে ক্যারিয়ারের প্রথম বলেই উইকেট পাওয়ার দুটি ঘটনাই ঘটেছে এক টেস্টে, জোহানেসবার্গে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে। প্রথমে ক্যারিয়ারের প্রথম বলে উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার বার্ট ভোগলার। সেই টেস্টেই পরে এই কীর্তি গড়েন ইংল্যান্ডের জ্যাক ক্রফর্ড।

২০১১ সালের ঘটনা দুটি আবার ঘটেছে একই মাসে। সে বছরের ১ সেপ্টেম্বর গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে এই কীর্তি গড়েন অস্ট্রেলিয়ার স্পিনার নাথান লায়ন। তিনি নিয়েছিলেন কুমার সাঙ্গাকারার উইকেট। সেই সিরিজেই ১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনকে আউট করে এ কীর্তি গড়েছিলেন শ্রীলঙ্কার পেসার শামিন্ডা এরাঙ্গা।

আজ মাউন্ট মঙ্গানুইয়ে এমন একটি কীর্তি গড়ার পরও মোরেকিয়ের দল দক্ষিণ আফ্রিকা এ প্রতিবেদন লেখার সময় খুব একটা সুবিধাজনক অবস্থায় ছিল না। ৬০ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড তাদের প্রথম ইনিংসে ১৫৬ রান তুলেছে। কেন উইলিয়ামসন ৬৬ ও রাচিন রবীন্দ্র ৬৪ রান নিয়ে ব্যাট করছিলেন।