১৬৯ রানে অপরাজিত আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ওলি পোপ
১৬৯ রানে অপরাজিত আছেন ইংল্যান্ডের ব্যাটসম্যান ওলি পোপ

একটুর জন্য একটা ভুলে যাওয়ার রেকর্ড থেকে মুছল না বাংলাদেশের নাম

জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ—ইংল্যান্ড টেস্ট দলের ব্যাটিং ক্রমের প্রথম তিন ব্যাটসম্যান। আড়াই বছর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন এই ত্রয়ী। সেটি ছিল টেস্ট ইতিহাসে মাত্র তৃতীয়বারের মতো ইংল্যান্ডের প্রথম তিন ব্যাটসম্যানের সেঞ্চুরি পাওয়ার ঘটনা।

সংখ্যাটা আজ চার হয়ে গেছে। ট্রেন্ট ব্রিজে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনে সেঞ্চুরি পেয়ে গেছেন জ্যাক ক্রলি, বেন ডাকেট ও তিনে নামা ওলি পোপ। একটুর জন্য অবশ্য একটি রেকর্ড ভাঙতে পারেনি ইংল্যান্ড। চার দিনের টেস্টের প্রথম দিনে ৩ উইকেটে ৪৯৮ রান তুলেছে তারা। টেস্টে এক দিনে কোনো দলের সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডটি শ্রীলঙ্কার। ২০০২ সালে বাংলাদেশের বিপক্ষে কলম্বো টেস্টের দ্বিতীয় দিনে ৫০৯ রান তুলেছিল তারা। ইংল্যান্ড আর ১২টি রান করতে পারেনি বলে ভুলে যাওয়ার মতো রেকর্ডটি থেকে নাম মুছল না বাংলাদেশের।

১৩ হাজার রানের মাইলফলক ছোঁয়ার পর জো রুট

২২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে নামা জিম্বাবুয়েকে প্রথম উইকেটটি নিতে অপেক্ষা করতে হয় ৪২তম ওভার পর্যন্ত। ওয়েসলি মাধেভেরে যখন ডাকেটকে বেন কারেনের ক্যাচ বানালেন, ইংল্যান্ডের রান ২৩১। এর ১৪০-ই করেছেন ডাকেট। ১৩৪ বলের ইনিংসে ২০টি চার ও ২টি ছক্কা মেরেছেন টেস্টে পঞ্চম সেঞ্চুরি পাওয়া ইংলিশ ওপেনার।

ডাকেটের বিদায়ের পর পোপকে নিয়ে ১৩৭ রানের জুটি গড়েন ক্রলি। ডাকেটের মতো পঞ্চম টেস্ট সেঞ্চুরি পেয়েছেন ক্রলিও। ১৭১ বলে ১৪ চারে ১২৪ রান করার পর সিকান্দার রাজার বলে এলবিডব্লু হন ক্রলি। ক্রলি যখন ফেরেন, পোপের রান ৮৫। দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ১৬৯ রানে, তাঁর সঙ্গী হ্যারি ব্রুকের রান ছিল ৯। জো রুট ৩৪ রান করে আউট হলেও এই ইনিংস খেলার পথে ছুঁয়েছেন ১৩ হাজার রানের মাইলফলক। শচীন টেন্ডুলকার, রিকি পন্টিং, জ্যাক ক্যালিস ও রাহুল দ্রাবিড়ের পর টেস্ট ক্রিকেটে ১৩ হাজার রানের মাইলফলক পেরোনো পঞ্চম ব্যাটসম্যান তিনি।
এবারের আগে টেস্টে ইংল্যান্ড ও জিম্বাবুয়ে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে। লর্ডস ও চেস্টার-লি-স্ট্রিটে দুই টেস্টেই ইনিংস ব্যবধানে জিতেছিল ইংলিশরা।