অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ের রাগিনী দিয়ে শুরু গল টেস্টের প্রথম দিনটা সেঞ্চুরি করে রাঙিয়েছেন বাংলাদেশের দুই ব্যাটসম্যান মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন। ছবিতে ছবিতেই দেখে নিন গলের প্রথম দিনটা।
ক্রীড়া প্রতিবেদকঢাকা
অ্যাঞ্জেলো ম্যাথুসের বিদায়ী টেস্ট। গল টেস্টের প্রথম দিনে শ্রীলঙ্কান অলরাউন্ডারকে বিদায় দিতে মাঠে উপস্থিত ছিল পুরো পরিবার
বিজ্ঞাপন
বয়সভিত্তিক ক্রিকেট থেকে অ্যাঞ্জেলো ম্যাথুসের সঙ্গে বন্ধুত্ব বাংলাদেশের মুশফিকুর রহিমের। ম্যাচ শুরুর আগে বন্ধুকে শুভকামনা জানান মুশফিক
বিজ্ঞাপন
সাউন্ড সিস্টেমে বাংলাদেশের জাতীয় সংগীত। পেছনে গল দুর্গ, সামনে বাংলাদেশের খেলোয়াড়েরামাঠে ঢোকার সময় সতীর্থদের গার্ড অব অনার পেলেন অ্যাঞ্জেলো ম্যাথুসদিনের শুরুটা শ্রীলঙ্কারই ছিল। আশিতা ফার্নান্ডো যখন বাংলাদেশের ওপেনার এনামুল হককে ফেরালেন, তখন বাংলাদেশের স্কোর ৫/১৪৫ রানে ৩ উইকেট হারানোর পর ২৪৭ রানের জুটি গড়ে প্রথম দিনটা বাংলাদেশের করেছেন নাজমুল হোসেন (বাঁয়ে) ও মুশফিকুর রহিমটেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটা পেয়ে যাওয়ার পর দেখার মতোই হলো বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেনের উদ্যাপনসেঞ্চুরি করেই টেস্টে খারাপ সময়কে পেছনে ফেললেন মুশফিকুর রহিম, পেয়েছেন ১২তম সেঞ্চুরিমুশফিককে সবার আগে অভিনন্দন জানালেন অধিনায়ক নাজমুলদিন শেষে আবার একসঙ্গে দুই বন্ধু। সেঞ্চুরি করে মাঠ ছাড়া মুশফিককে অভিনন্দন জানালেন অ্যাঞ্জেলো ম্যাথুস