আজ দলে ফিরতে পারেন তানজিম।
আজ দলে ফিরতে পারেন তানজিম।

ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ দেখে নিন

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ–ভারত ম্যাচ আজ। এ ম্যাচে ভারত পরিষ্কার ফেবারিট। প্রতিপক্ষের নাম বাংলাদেশ বলে ভারত ফেবারিট, তা নয়। বাংলাদেশের জায়গায় ভারতের প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার হলেও ভারতই ফেবারিট থাকত। এ মুহূর্তে খাতা–কলমে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের চেয়ে বড় ফেবারিট আর কোনো দল নেই। প্রশ্ন হলো, কঠিন এ ম্যাচে বাংলাদেশের কেমন একাদশ সাজাতে পারে?