নিরাপত্তা-শঙ্কায় ভারতে বিশ্বকাপ ম্যাচ না খেলার অবস্থানে অটল বাংলাদেশ। আইসিসি শেষ মুহূর্তে ভেন্যু বদলানো কঠিন বললেও, আজ (১৭ জানুয়ারি) তাদের এক প্রতিনিধি ঢাকায় বিসিবি ও সরকারের সঙ্গে আলোচনায় আসছেন। ৭ ফেব্রুয়ারি বিশ্বকাপ শুরুর মাত্র ২১ দিন আগে, গ্রুপিং অদলবদল (বাংলাদেশ ‘সি’ থেকে ‘বি’ তে) করে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সহজ পথের সম্ভাবনা দেখছে বিসিবি। এছাড়া পিসিবির সমর্থন ও আইনি পদক্ষেপের মাধ্যমে চাপ প্রয়োগের কৌশলও বিবেচনাধীন।