বিসিবির এবারের একপেশে ভোটে এ মুহূর্তে সব অনিশ্চয়তা ও সংকট শুধু সহসভাপতির একটি পদ নিয়ে। সহসভাপতি হবেন দুজন, সভাপতি আমিনুলের মতো যার একজন এরই মধ্যে অনেকটা নিশ্চিত। তিনি ঢাকা জেলার কাউন্সিলর হিসেবে নির্বাচনে অংশ নেওয়া নাজমূল আবেদীন। বর্তমান বোর্ডেও সহসভাপতি হিসেবে আছেন নাজমূল। কিন্তু নতুন বোর্ডে তাঁর সঙ্গে আরেকজন সহসভাপতি কে হবেন? বিশ্বস্ত সূত্রে জানা গেছে, এই প্রশ্নেই এ মুহূর্তে গভীর সংকটে হাবুডুবু খাচ্ছেন ‘নীতিনির্ধারকেরা’।