সাদা পোশাকের ক্রিকেটের রঙিন সমাপ্তির প্রতিশ্রুতি নিয়ে শেষ হলো লর্ডস টেস্টের চতুর্থ দিনের খেলা। তৃতীয় টেস্টটা জিতে সিরিজে এগিয়ে যেতে ভারতের দরকার ১৩৫ রান, ইংল্যান্ডের ৬ উইকেট। রুদ্ধশ্বাস সমাপ্তির আশা তো করাই যায়!
১-১ সমতায় থাকা সিরিজের তৃতীয় ম্যাচের প্রথম ইনিংসে দুই দলই করেছে সমান ৩৮৭ রান। লর্ডস টেস্ট তাই আসলে হয়ে গেছে এক ইনিংসের ম্যাচ। সেই ম্যাচ জিতে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে ১৯৩ রানের লক্ষ্য পেয়েছে ভারত। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ডকে ১৯২ রানে অলআউট করেছে শুবমান গিলের দল। রান তাড়ায় ভারত চতুর্থ দিন শেষ করেছে ৪ উইকেটে ৫৮ রান নিয়ে।
ইংল্যান্ড চতুর্থ দিনটা শুরু করেছিল ১ ওভারে বিনা উইকেটে ২ রান নিয়ে। আজ আরও ৬১.১ ওভার খেলে ১৯০ রান করতে পারে দলটি। ভারতের অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর ২২ রানে নিয়েছেন ৪ উইকেট। তবে ভারতের তিন পেসার মোহাম্মদ সিরাজ (২/৩১), নিতীশ কুমার রেড্ডি (১/২০) ও আকাশ দীপ (১/৩০) স্কোরটাকে ৮৭/৪ বানিয়ে দিয়েছিলেন। এরপর জো রুট (৪০) ও বেন স্টোকস (৩৩) ৬৭ রানের জুটি গড়েন। রুটকে বোল্ড করে প্রতিরোধ ভাঙার পর জেমি স্মিথ ও বেন স্টোকসকেও বোল্ড করেছেন সুন্দর। এরপর যশপ্রীত বুমরা ২ উইকেট নেওয়ার পর সুন্দর ইংল্যান্ডের ইনিংসের যতি টানেন শোয়েব বশিরকেও বোল্ড করে।
রান তাড়ায় ভারত ৫ রানেই হারিয়ে ফেলে ওপেনার যশস্বী জয়সোয়ালকে। রানের খাতা খোলার আগেই ভারতীয় ওপেনারকে উইকেটকিপারের ক্যাচ বানিয়েছেন জফরা আর্চার। ম্যাচে দ্বিতীয়বার আর্চারের শিকার হলেন জয়সোয়াল।
এরপর করুণ নায়ারকে নিয়ে লোকেশর রাহুলের ৩৬ রানের জুটি। নায়ারকে এলবিডব্লু করে জুটি ভাঙেন ব্রায়ডন কার্স। ইংলিশ পেসার নিজের পরের ওভারে এলবিডব্লু করেন শুবমান গিলকেও। আগের টেস্টে ৪৩০ রান করা ভারত অধিনায়ক এবার মুদ্রার উল্টোপিঠ দেখলেন, দুই ইনিংস মিলিয়ে করলেন ২২ রান। এর ৬ রান দ্বিতীয় ইনিংসে। তিন ওভার পর ইংলিশ অধিনায়ক বেন স্টোকস নাইটওয়াচম্যান আকাশ দীপ বোল্ড করতেই শেষ হয়ে যায় দিনের খেলা। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল অপরাজিত ছিলেন ৩৩ রানে।
ইংল্যান্ড: ৩৮৭ ও ৬২.১ ওভারে ১৯২ (রুট ৪০, স্টোকস ৩৩, ব্রুক ২৩, ক্রলি ২২; সুন্দর ৪/২২, সিরাজ ২/৩১, বুমরা ২/৩৮)।ভারত: ৩৮৭ ও ১৭.৪ ওভারে ৫৮/৪ (রাহুল ৩৩*, নায়ার ১৪; কার্স ২/১১)।(৪র্থ দিন শেষে)