Thank you for trying Sticky AMP!!

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের অপেক্ষায় বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেনসহ অন্যরা

বাংলাদেশের ‘জঘন্য’ রিভিউ নিয়ে কলকাতা পুলিশের মিম

চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে বাংলাদেশ দলের ‘ভুল’ রিভিউ নেওয়ার বিষয়টি যেন ‘টক অব দ্য টাউন’! ঠিক কোন বিবেচনায় আর কী দেখে বা বুঝে রিভিউ চাইবেন—এটা যেন ঠিকঠাক বুঝে উঠতে পারছেন না নাজমুল হোসেন–লিটন দাসরা। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে নাজমুলদের নেওয়া ব্যর্থ রিভিউ নিয়ে সমালোচনা যেমন হচ্ছে, চলছে হাসি–ঠাট্টাও।

দিনের খেলা শেষের সংবাদ সম্মেলনে রিভিউ নেওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। সেখানে চলে এসেছে তাইজুলের বলে কুশল মেন্ডিসের বিপক্ষে নেওয়া একটি রিভিউর প্রসঙ্গ। বাঁহাতি স্পিনার তাইজুলের বলটি সোজা ব্যাটে রক্ষণ করেছিলেন মেন্ডিস। বল গিয়ে লাগে তাঁর ব্যাটের ঠিক মাঝখানে। নাজমুল সেটিতে এলবিডব্লুর রিভিউ নেন। এটা নিয়ে মিম বানিয়েছেে কলকাতা পুলিশ!

Also Read: ‘রিভিউ নেওয়ায় আমরা জঘন্য’

কলকাতা পুলিশের মিম

এমনিতে সংবাদ সম্মেলনে বাংলাদেশের রিভিও নেওয়ার বিষয়ে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস বলেছেন, ‘আমরা এটা নিয়ে আলাপ করছি। আমরা রিভিউ নেওয়ার ক্ষেত্রে খুব ভালো করছি না। এটা পরিষ্কার। এখন পর্যন্ত এ ক্ষেত্রে আমরা জঘন্য। আমাদের একটা ভালো পন্থা বের করতে হবে। এটা পুরোটাই অধিনায়ক ও উইকেটকিপারের দায়িত্ব। হয়তো পয়েন্ট ফিল্ডারেরও। এখন পর্যন্ত এই পন্থা কাজে দিচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিচ্ছি আবেগ দিয়ে। ওই বল ঠিক ব্যাটের মাঝে লেগেছে। এটা বাজে রিভিউ ছিল। তবে রিভিউ নিয়ে কেউ ভয় পাক, আমি এটাও চাইব না। তবে আমাদের আরেকটু ভালো পন্থা বের করতে হবে।’

পেস বোলিং কোচ তো এটুকু বলেই শেষ করেছেন। কলকাতা পুলিশ নাজমুলের রিভিউ নেওয়ার মুহূর্ত আর টিভি রিপ্লেতে দেখানো মেন্ডিসের মাঝ ব্যাটে বল লাগার মুহূর্তের ছবি দুটি নিয়ে মিম বানিয়েছে। মিমটিতে নাজমুলের ছবিটির পাশে তারা লিখেছে, ‘লোভনীয় লিংকে ক্লিক করার আগে...।’ আর মেন্ডিসের ব্যাটে বল লাগার মুহূর্তের ছবিটির পাশে লেখা, ‘পরে...।’

Also Read: চট্টগ্রাম টেস্ট: শেষ সেশনে ২ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার রান দিন শেষে ৩১৪

ম্যাথুসের টাইমড আউট নিয়ে দিল্লি পুলিশের মিম

ওয়ানডে বিশ্বকাপে হেলমেটের ফিঁতা ছিড়ে যাওয়ার জন্য সময়মতো ক্রিজে ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হতে না পারায় বাংলাদেশের বিপক্ষে টাইমড আউট হয়েছিলেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস। সেই মুহূর্তের একটি ছবি দিয়ে সেই সময় একটি মিম বানিয়েছিল দিল্লি পুলিশ। মিমটিতে তারা লিখেছিল, ‘আমরা আশা করছি, এখন হয়তো আপনারা হেলমেটের গুরুত্বটা বুঝতে পারছেন।’

Also Read: শ্রীলঙ্কার আক্ষেপ থাকতে পারে, বাংলাদেশেরও