পারটেক্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান
পারটেক্সের বিপক্ষে সেঞ্চুরি করেছেন তানজিদ হাসান

ঢাকা প্রিমিয়ার লিগ

নাসিরের দিনে তানজিদের সেঞ্চুরি

তানজিদ হাসানের সেঞ্চুরিতে রূপগঞ্জ টাইগার্স জয় পেয়েছে ১০ উইকেটের বড় ব্যবধানে। ব্রাদার্স ইউনিয়নকে চার উইকেটে হারিয়ে চারে উঠে এসেছে অগ্রণী ব্যাংক। তবে সব ছাপিয়ে প্রিমিয়ার লিগে আজ আলোচনার কেন্দ্রবিন্দুতে দেড় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির হোসেনের ক্রিকেটে ফেরা। ব্যাটে–বলে এই অলরাউন্ডার বলার মতো কিছু করতে না পারলেও তাঁর প্রত্যাবর্তন ম্যাচে টুর্নামেন্টে দ্বিতীয় জয় পেয়েছে নাসিরের দল রূপগঞ্জ টাইগার্স।

তানজিদের সেঞ্চুরিতে বড় জয় লিজেন্ডসের

বিকেএসপিতে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ১০ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। টস হেরে ৩৪.৪ ওভারে ১২৯ রান করে অলআউট হয়ে যায় পারটেক্স। পরে তানজিদ হাসানের সেঞ্চুরিতে ১৮.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় রূপগঞ্জ।

পারটেক্সের হয়ে ৪৮ বলে সর্বোচ্চ ৪১ রান করেন রুবেল মিয়া, ৪৫ বলে ২৪ রান আসে আহরার আমিনের ব্যাট থেকে। রূপগঞ্জের হয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন মেহেদী হাসান। দুটি করে উইকেট পান শরিফুল ইসলাম ও রেজাউর রহমান।

বিকেএসপিতে পারটেক্সের মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ

রূপগঞ্জের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান মিলেই দলকে জিতিয়ে দেন। ৫৯ বলে ১০ চার ও ৭ ছক্কায় লিস্ট–এ ক্রিকেটে নিজের তৃতীয় শতক তুলে নেওয়া তানজিদ অপরাজিত থাকেন ১০৩ রানে। নবম ম্যাচে পঞ্চম জয় নিয়ে পয়েন্ট টেবিলে এখন চারে আছে রূপগঞ্জ।

নাসিরের ফেরার ম্যাচে টাইগার্সের দ্বিতীয় জয়

দেড় বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নাসির হোসেনের ফেরার ম্যাচে জয় পেয়েছে তাঁর দল রূপগঞ্জ টাইগার্স। মিরপুরে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ৮ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে নবম ম্যাচে নিজেদের দ্বিতীয় জয় পেয়েছে অবনমনের শঙ্কায় থাকা রূপগঞ্জ টাইগার্স।

টস হেরে ব্যাট করতে নেমে রূপগঞ্জ ১৫৯ রানে অলআউট হয়ে যায়। ৬৬ বলে সর্বোচ্চ ৩১ রান করেন গাজী তাহজিবুল ইসলাম, শামীম মিয়া করেন ৪২ বলে ২৪ রান। রূপগঞ্জের হয়ে ৫ ওভারে ২৮ রান দিয়ে তিন উইকেট নেন মহিউদ্দিন তারেক। ১০ ওভারে ৩১ রান দিয়ে নাসির নেন ১ উইকেট।

দেড় বছর পর নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন নাসির। ছবি : প্রথম আলো

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১৩৮ রান করে ফেলে টাইগার্স। ৭৯ বলে ৫৩ রান করে আবদুল মজিদ আহত অবসরে গেলেও আরেক ওপেনার অমিত মজুমদার ৯৮ বলে ৭৬ রান করেন। ওপেনাররাই দলকে জয়ের প্রান্তে নিয়ে যান, তবে ব্যাটিংয়ে নামেন নাসিরও। ১১ বলে ২ চারে ৯ রান করে আবদুল গাফফারের বলে ক্যাচ তুলে ড্রেসিংরুমে ফেরেন তিনি। টাইগার্স লক্ষ্য পৌঁছে যায় ৩৫.৪ ওভারেই। ৯ ম্যাচে তৃতীয় হারে দুই থেকে তিনে নেমে গেছে গাজী গ্রুপ, সমান ম্যাচে ৭ জয় নিয়ে তাদের ওপরে আছে মোহামেডান।

চারে উঠে এসেছে অগ্রণী ব্যাংক

বিকেএসপিতে ব্রাদার্স ইউনিয়নকে ৪ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৩৮ রানের সংগ্রহ পায় ব্রাদার্স। দলটির হয়ে ৫৭ বলে ৫৮ রান করেন অলক কাপালি, ৪৫ বলে ৪৪ রান আসে মিজানুর রহমানের ব্যাট থেকে। ১০ ওভারে ৪১ রান দিয়ে চার উইকেট নেন তাইবুর রহমান। দুটি করে উইকেট নেন রুয়েল মিয়া ও আরিফ আহমেদ।

রান তাড়ায় নামা অগ্রণী ব্যাংককে ৩৫ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংসে ৪৮.৪ ওভারেই জিতিয়ে দেন শুভাগত হোম। ৫৬ বলে ৪৪ রান আসে সাদমান ইসলামের ব্যাট থেকে। এ ছাড়া ৫৯ বলে ৪১ রান করেন মার্শাল আইয়ুব।