Thank you for trying Sticky AMP!!

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন মিরাজ (বাঁয়ে), পিছিয়েছেন নাজমুল

র‍্যাঙ্কিংয়ে এগোলেন মিরাজ-নাঈম, পেছালেন মুশফিক-নাজমুল

নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের পর র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের দুই অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসানের। ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে পিছিয়েছেন মুশফিকুর রহিম, মুমিনুল হক, নাজমুল হোসেন।

সিলেটে প্রথম টেস্ট জিতলেও মিরপুরের স্পিন-সহায়ক উইকেটে এসে শেষ পর্যন্ত ৪ উইকেটে হারে বাংলাদেশ। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নেন মিরাজ। এমন পারফরম্যান্সের পর দুই ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠে এসেছেন মিরাজ। অন্যদিকে প্রথম ইনিংসে ২ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে উইকেটশূন্য থাকলেও নাঈম পাঁচ ধাপ এগিয়ে উঠেছেন ৪৪ নম্বরে। বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে ভারতের রবিচন্দ্রন অশ্বিন।

Also Read: মিরপুরের স্পিন–স্বর্গ: কেউ পক্ষে, কেউ বিপক্ষে

দুই ইনিংস মিলিয়ে ৪৪ রান করা মুশফিক ৩ ধাপ পিছিয়ে নেমে গেছেন ২২ নম্বরে। চার ধাপ পিছিয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক নাজমুল হোসেন নেমে গেছেন ৪৬ নম্বরে। ৫৭ নম্বরে থাকা মুমিনুলও পিছিয়েছেন চার ধাপ। আগের মতোই ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে কেইন উইলিয়ামসন।

র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে নাঈমের

মিরপুর টেস্ট ব্যাটসম্যানদের জন্য স্বস্তির ছিল না মোটেও। কঠিন উইকেটে এরপরও দুই ইনিংসেই ৪০ রান ছোঁয়া একমাত্র ব্যাটসম্যান ছিলেন নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস, প্রথম ইনিংসে ৮৭ রানের পর দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৪০ রানে। র‍্যাঙ্কিংয়েও ছাপ পড়েছে সেটির।

Also Read: ‘আমার ক্যারিয়ারে দেখা সবচেয়ে বাজে উইকেট’

ক্যারিয়ারের মাত্র তৃতীয় টেস্ট খেলা ফিলিপস শীর্ষ ১০০-এর বাইরে থেকে উঠে এসেছেন ৫৫ নম্বরে। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়েও বিশাল উন্নতি হয়েছে তাঁর—৪২ ধাপ এগিয়ে এখন ২৪ নম্বরে তিনি।

সর্বশেষ হালনাগাদ করা র‍্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের শীর্ষে থাকা সূর্যকুমার যাদবের রেটিং পয়েন্ট বেড়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঝোড়ো অর্ধশতক করলেও অবশ্য হেরেছে তাঁর দল। ৩৬ বলে ৫৬ রানের ইনিংস খেলা সূর্যকুমারের রেটিং এখন ৮৬৫। দুইয়ে থাকা মোহাম্মদ রিজওয়ানের রেটিং ৭৮৭।