খালেদ আহমেদ আউট। জিতে গেল নিউজিল্যান্ড ‘এ’ দল
খালেদ আহমেদ আউট। জিতে গেল নিউজিল্যান্ড ‘এ’ দল

শেষ বিকেলে পথ হারিয়ে হেরে গেল নুরুল হাসানের বাংলাদেশ ‘এ’

ম্যান্ডেটরি এক ঘণ্টার খেলা শুরু হয়ে গিয়েছিল। সেই ঘণ্টায় খেলা হওয়ার কথা ছিল ১৫ ওভার। বাংলাদেশ ‘এ’ দলের ইনিংসের ৬১তম ওভার থেকে তা গণনার শুরু।
বাংলাদেশ ‘এ’ দলের স্কোর তখন ১৭০/৬। সেখান থেকেই ৬৬তম ওভারে বাংলাদেশ ‘এ’ অলআউট ১৭৫ রানে। নুরুল হাসানের দল আর ৯ ওভার টিকে গেলেই ড্র হয়ে যেত পারত ম্যাচটি।

নিউজিল্যান্ড ‘এ’ শেষ দিনটা শুরু করেছিল ৫ উইকেটে ২১৬ রান নিয়ে। আরও ৪১ রান যোগ হয়ে দলটির দ্বিতীয় ইনিংস যখন শেষ হলো বাংলাদেশ ‘এ’ দলের সামনে ২৪৬ রানের লক্ষ্য।

আগের দিনই সেঞ্চুরি পেয়ে যাওয়া কিউই ব্যাটসম্যান নিক কেলি আজ ২০৭ বলে ১২২ রান করে বোল্ড হন নাঈম হাসানের বলে। গতকাল ৩ উইকেট পাওয়া বাঁহাতি স্পিনার হাসান মুরাদ আজ নেন আরও দুটি, নাঈম পান ৪ উইকেট।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেওয়া আদিত্য অশোকই হয়েছেন ম্যাচসেরা

২৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে টপ অর্ডার ব্যাটসম্যানদের দিয়ে তেমন সুবিধা করতে পারেননি। ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ ‘এ’। ফিরে যান এনামুল হক (১৭), মাহমুদুল হাসান (৪) ও অমিত হাসান (৫)। এরপর ৪৮ রানের জুটি গড়েন জাকির হাসান ও মাহিদুল ইসলাম। ৬ চার ও ১ ছক্কায় ৮৯ বলে ৫০ রান করে জাকির আউট হয়ে গেলে ভাঙে জুটি।

আরেক প্রান্তে মাহিদুল (৫৭*) একাই লড়ে যান শেষ পর্যন্ত। জাকিরের বিদায়ের পর নুরুল হাসানকে নিয়ে ৫০ রানের জুটি গড়েন মাহিদুল। ৫২ বলে মাঝে ২৭ রান করে আউট হয়েছেন অধিনায়ক নুরুল। তাঁর বিদায়ের পরও লেজের ব্যাটসম্যানদের নিয়ে এগিয়ে যেতে থাকেন মাহিদুল। কিন্তু লেগ স্পিনার আদিত্য অশোকের করা ৬৩তম ওভারে ঘটে ছন্দপতন। ৪ বলের ব্যবধানে আউট হয়ে যান হাসান মুরাদ, এনামুল হক ও ইবাদত হোসেন।

৫৭ রানে অপরাজিত ছিলেন মাহিদুল ইসলাম

এক ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলার পর খালেদ আহমেদই ছিলেন শেষ ভরসা। কিন্তু ৫ বলে ১ রান করে জেইডেন লেনক্সের বলে স্লিপে ক্যাচ দেন এই পেসার। ১৬৭ বল খেলে ৬ চারে ৫৭ রান করা মাহিদুল এক প্রান্তে শেষ পর্যন্ত অপরাজিত থেকে যান। অশোক ৫ উইকেট নিয়ে ম্যাচসেরা হন।

নিউজিল্যান্ডে ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের দ্বিতীয় চার দিনের ম্যাচটি ২১ মে থেকে শুরু হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে।