Thank you for trying Sticky AMP!!

বিশ্বকাপটা খুবই বাজে গেছে শাদাব খানের

দায় নিজের কাঁধেই নিচ্ছেন শাদাব

বিশ্বকাপে একেবারেই ভালো করতে পারেননি পাকিস্তানি অলরাউন্ডার শাদাব খান। পরিচয়ে অলরাউন্ডার হলেও তাঁর স্পিনার ভূমিকাটাই পাকিস্তান ক্রিকেট দলের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনের ছিল। দলের প্রয়োজনের সময় শাদাব উইকেট নেবেন, দলের চাওয়া ছিল সেটিই। কিন্তু রাউন্ড রবিন লিগ পর্বের ৬ ম্যাচ খেলে শাদাব পেয়েছেন মাত্র ২ উইকেট। বল হাতে শাদাবের এই অকার্যকর হয়ে থাকা পাকিস্তানকে যথেষ্ট ভুগিয়েছে। বিশ্বকাপে অন্যতম ফেবারিট হিসেবে খেলতে আসা বাবর আজমের পাকিস্তান আসলে সেমিফাইনালের দৌড় থেকে ছিটকে গেছে মাঝখানে টানা চার ম্যাচ হেরে। এই ম্যাচগুলোতে শাদাবসহ পাকিস্তানি স্পিনারদের পারফরম্যান্স ছিল খুবই হতাশাজনক। বিশ্বকাপে ৯ ম্যাচের ৫টিতে হেরেছে তারা। হারের হিসাবে এটিই পাকিস্তানের সবচেয়ে বাজে বিশ্বকাপ।

ভারতের উইকেটে যেখানে স্পিনাররা কার্যকর ভূমিকা রাখেন, সেখানে পাকিস্তানি স্পিনারদের অবস্থা ছিল তথৈবচ। শাদাব, মোহাম্মদ নেওয়াজ, উসামা মির, ইফতিখার আহমেদরা ছিলেন খুবই গড়পড়তা।

৬ ম্যাচে শাদাব পেয়েছেন মাত্র ২ উইকেট

এমন অবস্থায় বাজে পারফরম্যান্সের দায় নিজের কাঁধেই নিচ্ছেন শাদাব। বিশ্বকাপ শেষে নিজ দেশে ফিরে সংবাদমাধ্যমকে পাকিস্তানের এই লেগ স্পিনার বলেছেন, ‘আমি নিজেই খুব খারাপ করেছি। আমি আমার সামর্থ্য অনুযায়ী বোলিং করতে পারিনি। যেটি দলের পারফরম্যান্সে নেতিবাচক প্রভাব রেখেছে।’

দল সেমিফাইনালে উঠতে না পারায় পুরো দল যে কতটা হতাশ, সেটি বলেছেন শাদাব, ‘সবাই টুর্নামেন্ট জিততে যায়। আমরাও গিয়েছিলাম। কিন্তু সেটি হয়নি। আমরা সেমিফাইনালেই উঠতে পারিনি। কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড়—সবাই খুবই হতাশ। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—তিন বিভাগেই আমরা খারাপ করেছি। এবারের বিশ্বকাপে আমরা আধুনিক যুগের ক্রিকেটটা খেলতে ব্যর্থ হয়েছি।’