
দুই উইকেট হাতে নিয়ে দ্বিতীয় দিনে নেমেছিল নিউজিল্যান্ড ‘এ’ দল। দুটি উইকেটই তুলে নেন খালেদ আহমেদ, আগের দিন চার উইকেট পাওয়া পেসারের উইকেট হয়ে যায় ছয়টি। নিউজিল্যান্ড ‘এ’ ৩০ রান যোগ করে প্রথম ইনিংসে অলআউট হয় ২৫৬ রানে। সিলেটে প্রথম বেসরকারি টেস্টের দ্বিতীয় দিনের বাকি গল্পটা বাংলাদেশ ‘এ’ দলের অধিনায়ক নুরুল হাসানের।
বাকি ব্যাটসম্যানেরা কেউ ফিফটি করতে না পারলেও এই উইকেটকিপার–ব্যাটসম্যান মাঠ ছেড়েছেন সেঞ্চুরি করে। এরপরও অবশ্য বাংলাদেশ ‘এ’ দল দিনশেষে পিছিয়ে আছে। তৃতীয় দিন নুরুলের দল মাঠে নামবে ৮ উইকেটে ২৪৯ রান নিয়ে।
বাংলাদেশের ব্যাটসম্যানদের প্রায় সবাই–ই শুরুটা ভালো করেছেন, কিন্তু ইনিংস লম্বা করতে পারেননি। সাম্প্রতিক সময়ে জাতীয় দলে খেলা ওপেনারদের কারও ইনিংসই বড় হয়নি। জাকির হাসান ২৩ বলে ১২ আর এনামুল হক আউট হয়ে যান ৩৭ বলে ২৪ রানে। তিনে নামা আরেক ওপেনার মাহমুদুল হাসান থামেন ২৪ বলে ১৮ রানে।
সর্বশেষ জাতীয় ক্রিকেট লিগ সর্বোচ্চ রান করা অমিত হাসানও ভালো শুরু পেয়েছিলেন, খেলেছেন দারুণ কিছু শট। তবে ২৮ বলে ৪ চারে ২৫ রানেই থেমে যান অমিত।
৮১ রানে চতুর্থ উইকেট হারানোর পর জুটি বাঁধেন দুই উইকেটকিপার নুরুল ও মাহিদুল ইসলাম। তাঁদের জুটিতে ১৩২ রান যোগ হয়। ৭৯ বলে ২৫ রান করে মাহিদুল আউট হলে জুটিটা ভেঙে যায়। এর আগেই সেঞ্চুরি তুলে ফেলেন নুরুল। প্রথম শ্রেণির ক্রিকেটে ১২তম শতকের দেখা পাওয়া নুরুল ৮৮ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রান করে আউট হন মাহিদুল ফেরার পরের ওভারে।
এ সময় ৩০ রানের মধ্যে আরও চার উইকেট হারিয়ে ফেলায় বাংলাদেশ ‘এ’ এখনো লিড নিতে পারেনি। হাসান মুরাদ ২৯ বলে ১৩ রান ও ইবাদত হোসেন ৯ বলে ১ রান নিয়ে আগামীকাল তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন।