বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (ডানে) ও চারিত আসালাঙ্কা
বাংলাদেশ–শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের ট্রফি হাতে দুই অধিনায়ক মেহেদী হাসান মিরাজ (ডানে) ও চারিত আসালাঙ্কা

বাংলাদেশের সিরিজ জয়ের লড়াইয়ে বৃষ্টির চোখরাঙানি

বাংলাদেশের জন্য এমন অভিজ্ঞতা কম। গত ১০ বছরে তিন ম্যাচ সিরিজে প্রথমটিতে হারের পর বাংলাদেশ সিরিজ জিতেছে মাত্র ১টি। সেটিও ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।

আজ শ্রীলঙ্কার বিপক্ষে সংখ্যাটা এক থেকে দুইয়ে নেওয়ার সুযোগ বাংলাদেশ দলের সামনে। তাই আজ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ। তবে পাল্লেকেলেতে এ ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস দেওয়া ওয়েবসাইট আকুওয়েদার জানিয়েছে, আজ পাল্লেকেলেতে বৃষ্টির সম্ভাবনা ৬৫ শতাংশ। বিকেলে পাল্লেকেলেতে আবহাওয়া থাকবে উষ্ণ ও আর্দ্র। তাপমাত্রা থাকবে প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস, তবে বাস্তবে অনুভূত হবে ৩৫ ডিগ্রি। এদিন আকাশে ৭০ শতাংশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা আছে।

দলে ফিরতে পারেন তাসকিন

পাল্লেকেলেতে অনুষ্ঠিত সর্বশেষ ৫টি ওয়ানডেতেও বৃষ্টি বড় প্রভাব ফেলেছে। এর মধ্যে গত নভেম্বরে সর্বশেষ শ্রীলঙ্কা–নিউজিল্যান্ড সিরিজে তৃতীয় ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। সে সিরিজেই দ্বিতীয় ওয়ানডে ম্যাচও পাল্লেকেলেতে হয়েছিল এবং বৃষ্টির কারণে সে ম্যাচের দৈর্ঘ্য কমিয়ে আনা হয়।

এর আগে গত অক্টোবরে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে। পাল্লেকেল্লেতে অনুষ্ঠিত সেই সিরিজের তিন ম্যাচেই বৃষ্টির কারণে ওভার কমাতে হয়।

পাল্লেকেলেতে ব্যাট ও বলের মধ্যে লড়াইটা বেশ ভালোই জমে। ওয়ানডেতে প্রথম ইনিংসে গড় স্কোর ২৪২। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো রান তাড়া করা দলগুলো এখানে তুলনামূলক বেশি সফল। মানে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে উইকেট ব্যাটিংয়ের জন্য আরও সহজ হয়ে ওঠে।

আজ বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসতে পারে। কলম্বোর দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিং করতে গিয়ে ঊরুর মাংসপেশিতে চোট পেয়েছিলেন নাজমুল হোসেন। শেষ পর্যন্ত তিনি না খেলতে পারলে দলে দেখা যেতে পারে মোহাম্মদ নাঈমকে। এ ছাড়া পরিবর্তন হওয়ার কথা আর একটাই—পেসার হাসান মাহমুদের জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ। তিন ম্যাচের এই সিরিজে আপাতত ১–১ সমতায় দুই দল।