Thank you for trying Sticky AMP!!

পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজম

সালমান বাটের আয়োজনে ‘রমজান টুর্নামেন্টে’ বাবরসহ আরও যাঁরা খেলবেন

পাকিস্তান সুপার লিগের পর এখনো মাঠে ফেরেননি বাবর আজম। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে আছেন বিশ্রামে। আগামী মাসে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা তাঁর।

তবে এর আগেই ব্যাট হাতে মাঠে দেখা যাবে পাকিস্তান অধিনায়ককে। সেটা অবশ্য পাকিস্তানের ‘রমজান টুর্নামেন্টে’। লাহোরে হতে যাওয়া রমজান টুর্নামেন্টের প্রধান আয়োজক সালমান বাট। শুধু বাবর নয়, জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার এ টুর্নামেন্টে খেলবেন বলে জানিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক।

Also Read: বাবর-শাহিনের সমালোচনা করে তোপের মুখে শোয়েব

মোট আটটি দল খেলবে রমজান টুর্নামেন্টে। প্রতি দলে খেলতে পারবেন দুজন আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তানের কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, ঘানি ইনস্টিটিউট অব ক্রিকেটের হয়ে এ টুর্নামেন্ট খেলবেন বাবর। বাবর ছাড়া এ টুর্নামেন্টে খেলবেন আফগানিস্তান সিরিজে পাকিস্তানকে নেতৃত্ব দেওয়া শাদাব খানও।

এই সিরিজেই অভিষেক হওয়া পেসার ইহসানউল্লাহরও এ টুর্নামেন্টে খেলার কথা।
পাকিস্তান–আফগানিস্তান সিরিজ শেষ হবে ২৭ মার্চ। সিরিজ শেষে এ টুর্নামেন্টে যোগ দেবেন শাদাবরা। এ ছাড়া আবিদ আলী, উসামা মীর, উমর আকমলের মতো ক্রিকেটারদেরও খেলার কথা আছে।

Also Read: কেন সেঞ্চুরি করেও তোপের মুখে বাবর আজম

প্রথমবার আয়োজিত এ টুর্নামেন্ট থেকে নতুন প্রতিভা উঠে আসবে বলেও বিশ্বাস করেন সালমান বাট। এক সংবাদ সম্মেলনে সালমান বাট বলেছেন, ‘লাহোরে প্রথমবারের মতো এ ধরনের টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। এ আয়োজনের মধ্যে নতুন প্রতিভাও উঠে আসবে।’ খুব শিগগির এ টুর্নামেন্টের সূচি প্রকাশ করা হবে। এ টুর্নামেন্টে ম্যাচসেরা ক্রিকেটার পাবেন ৩০ হাজার পাকিস্তানি রুপি।

Also Read: পাকিস্তানের সাবেকদের কাছে ‘সব দোষ’ শাদাবের