Thank you for trying Sticky AMP!!

আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডেতে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ

আঙুলের চোটে শেষ ওয়ানডেতে নেই সাকিব

আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে আগামীকাল খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। চোটের কারণে সিরিজ থেকে ছিটকে পড়েছেন তারকা অলরাউন্ডার। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

চেমসফোর্ডে গতকাল দ্বিতীয় ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় ডান হাতের আঙুলে চোট পান সাকিব। মেহেদী হাসান মিরাজের বলে জর্জ ডকরেলের ক্যাচ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। এরপর অবশ্য সাকিব ব্যাটিং করেছেন। তবে ব্যথা না কমায় সিরিজের শেষ ম্যাচটি খেলতে পারছেন না।

বিসিবির ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, চোট থেকে সুস্থ হতে সাকিবের ছয় সপ্তাহ সময় লাগবে। তিনি বলেছেন, 'এক্স রেতে সাকিবের তর্জনীতে চিড় ধরা পড়েছে। এ ধরনের চোট থেকে সুস্থ হতে ছয় সপ্তাহর মতো সময় লাগে।'

সাকিবের সেরে উঠতে ছয় সপ্তাহ সময় লাগবে

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজটি খুব একটা ভালো যায়নি সাকিবের। মঙ্গলবার প্রথম ওয়ানডেতে ২০ রান করে আউট হয়েছেন। ওই ম্যাচে বোলিংয়ে আসার আগে বৃষ্টি নামে। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। কাল করেছেন ২৬ রান। বল হাতে ছিলেন উইকেটশূন্য।

Also Read: লন্ডনে সাকিবের ক্যানসার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু