আগামীকাল শুরু হচ্ছে বাংলাদেশ–পাকিস্তান তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে প্রথম ম্যাচ। একই মাঠে পরের ম্যাচ দুটি হবে ২২ ও ২৪ জুলাই। এই সিরিজ সামনে রেখে আজ প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হলো ট্রফি উন্মোচন। এ সময় ট্রফি হাতে বিভিন্ন ভঙ্গিতে ছবি তোলেন বাংলাদেশের অধিনায়ক লিটন দাস ও পাকিস্তানের সালমান আগা। ট্রফি উন্মোচনের এই ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ আলোকচিত্রী শামসুল হক—