Thank you for trying Sticky AMP!!

পাকিস্তানের তারকা ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি

‘আল্লাহ চাইলে আমরা এবার এশিয়া কাপ ও বিশ্বকাপ জিতব’

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ অনেক আগেই নিশ্চিত করেছে পাকিস্তান। এই মুহূর্তে এগিয়ে আছে ৪–০ ব্যবধানে। ক্রিকেট বিশ্বে এখন প্রশ্ন—কিউইদের ধবলধোলাই করতে পারবে কি না তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিজেদের করে নেওয়ার পর আরও বড় স্বপ্নের কথা বলেছেন পাকিস্তানের ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি।

নিউজিল্যান্ডকে টানা চার ম্যাচ হারিয়ে পাকিস্তানের ক্রিকেটারদের আত্মবিশ্বাসের পারদটা যেন উঠে গেছে অনেক উঁচুতে। জিও নিউজে এক সাক্ষাৎকারে ফাস্ট বোলার আফ্রিদি বলেছেন, ‘আল্লাহ চাইলে আমরা এবার বিশ্বকাপ আর এশিয়া কাপের ফাইনাল জিতব।’

এবারের বিশ্বকাপ হবে ভারতে। যেখানে এক দশক হয়েছে খেলছে না পাকিস্তান। আফ্রিদিদের মতো তরুণ ক্রিকেটারদের কাছে ভারতের কন্ডিশন অচেনা আর অজানাই। সেখানে কতটা সফল হবে পাকিস্তান—এমন প্রশ্নের উত্তরে আফ্রিদি বলেছেন, ‘ভারতের কন্ডিশন আমাদের জন্য খুব বেশি আলাদা হবে না। বিশ্বকাপে আমরা সেটার সুবিধা নিতে চেষ্টা করব।’

জানুয়ারিতে ওমরাহ পালন করেছেন শাহিন শাহ আফ্রিদি

নিউজিল্যান্ডের বিপক্ষে গত পরশু চতুর্থ ওয়ানডে জিতে নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে পাকিস্তান। দলকে শীর্ষে তুলতে বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং ও ফিল্ডিংয়েও দারুণ অবদান রেখেছেন আফ্রিদি। বিশ্বকাপেও তিন বিভাগেই অবদান রাখতে চান ২৩ বছর বয়সী তারকা, ‘আমি তিন বিভাগেই ভালো পারফরম্যান্স করার চেষ্টা করব।’

Also Read: বাবরকে নেতৃত্ব থেকে সরাতে চাওয়া নিয়ে যা বললেন আফ্রিদি