সেঞ্চুরির পর হাসান ইসাখিল
সেঞ্চুরির পর হাসান ইসাখিল

৩ ম্যাচে ২ সেঞ্চুরি, প্রথম শ্রেণির ক্রিকেটে নবীর ছেলের দাপুটে শুরু

ছেলে হাসান ইসাখিলের সঙ্গে আফগানিস্তান জাতীয় দলে খেলার স্বপ্নের কথা বহুবার বলেছেন মোহাম্মদ নবী। তাই ৪০ বছর পেরিয়েও নবী আন্তর্জাতিক ক্রিকেট দিব্যি খেলে যাচ্ছেন।

কিন্তু নবী চাইলেই তো আর হবে না। ঘরোয়া ক্রিকেটে ইসাখিলকে দারুণ কিছু করে নির্বাচকদের নজর কাড়তে হবে। এরপর জাতীয় দলে তাঁর ডাক পড়তে পারে।

নির্বাচকদের মন জিতে নেওয়ার কাজটা ভালোভাবে করে যাচ্ছেন ইসাখিল। এ মাসের মাঝামাঝি সময়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক ম্যাচেই সেঞ্চুরি করেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। মাঝে এক ম্যাচে বড় ইনিংস উপহার দিতে না পারলেও মাসের শেষ দিকে এসে পেলেন আরেকটি সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের প্রথম তিন ম্যাচেই দুই সেঞ্চুরিকে দাপুটে শুরু বলাই যায়।

প্রথম শ্রেণির ক্রিকেটে নিজের অভিষেক ম্যাচেও সেঞ্চুরি করেছিলেন হাসান ইসাখিল

আফগানিস্তানে চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেট প্রতিযোগিতার নাম আহমেদ শাহ আবদালি টুর্নামেন্ট। নানগারহারে প্রতিযোগিতার পঞ্চম রাউন্ডের ম্যাচে গতকাল প্রথম দিনেই হিন্দুকুশ স্ট্রাইকার্সের হয়ে পামির লিজেন্ডসের বিপক্ষে ১২৮ রান করেন ইসাখিল। ১৪০ বলের ইনিংসে ছিল ১৪টি চার ও ৪টি ছক্কা।

একই দিনে ইসাখিলের উদ্বোধনী সঙ্গী নুর উল রহমানও সেঞ্চুরি পান। আজ ম্যাচের দ্বিতীয় দিনে তিন অঙ্ক ছুঁয়েছেন আফগানিস্তান জাতীয় দলের অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি।

এ প্রতিবেদন লেখার সময় শহীদি ১৩৮ রানে অপরাজিত ছিলেন। তাঁর দল হিন্দুকুশও রানপর্বতে চড়েছে। ২ উইকেটেই করেছে ৫০৪ রান।

এ মাসেই প্রথম শ্রেণির ক্রিকেটে হাসান ইসাখিলের অভিষেক হয়

এর আগে আমানউল্লাহতে ১৮ মে নিজের অভিষেক ম্যাচের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করেন ইসাখিল। তাঁর সেই সেঞ্চুরি মাইওয়ান্দ চ্যাম্পিয়নসের সঙ্গে হিন্দুকুশ স্ট্রাইকার্সের ড্র করতে বড় ভূমিকা রাখে।

চার দলের এই টুর্নামেন্টে হিন্দুকুশের আরেকটি ম্যাচ বাকি। ১৮ বছর বয়সী ইসাখিল সেই ম্যাচেও বড় ইনিংস উপহার দিয়ে আফগান নির্বাচকদের নজর কাড়তে পারেন কি না, এখন সেটাই দেখার অপেক্ষা।