
বলের গতি যে ১০০ মাইল তোলা যায়, আন্তর্জাতিক ক্রিকেটে তা প্রথম করে দেখিয়েছেন শোয়েব আখতারই। গতির ঝড়ে ব্যাটসম্যানদের জীবন বিষিয়ে তোলা পাকিস্তান ফাস্ট বোলার কথাবার্তাতেও ঝড় তোলেন নিয়মিত। সেই ঝড় তুলতে গিয়েই এবার বিপদে পড়েছেন সাবেক এই ক্রিকেটার। তাঁর কথায় ‘অপমানিত’ হয়ে ১০০ কোটি রুপির মানহানি মামলার হুমকি দিয়েছেন পাকিস্তানের এক টিভি উপস্থাপক ও ক্রীড়া সাংবাদিক।
২৫ মে প্রচারিত তামাশা নামের একটি অনুষ্ঠানে ডক্টর নোমান নিয়াজ নামের সেই টিভি উপস্থাপককে নিয়ে কথা বলেন পিন্ডি এক্সপ্রেস। সেই অনুষ্ঠানে দ্য ডাগআউট নামের একটি অংশ আছে। সেখানে শোয়েব কোনো এক প্রসঙ্গে বলেন, ‘এই যে ডক্টর নোমান নিয়াজ, সে তো আমাদের ব্যাগ টানত। আমরা তাকে ওই কাজের জন্যই রেখেছিলাম।’
ব্যাপারটাকে হালকাভাবে নেননি নোমান নিয়াজ। শোয়েবের কথায় সম্মানহানি হয়েছে দাবি করে আইনি নোটিশও পাঠিয়েছেন। নোটিশে লেখা হয়েছে, ডক্টর নিয়াজের পেশাগত সম্মানহানির জন্য অসত্য, বানোয়াট, অনৈতিক ও মানহানিকর কথা বলেছেন শোয়েব।
নোটিশে পাকিস্তানের ক্রিকেটের সঙ্গে ডক্টর নিয়াজের দীর্ঘদিনের পথচলার কথাও উল্লেখ করা হয়েছে। ডক্টর নিয়াজ যে পাকিস্তানের ক্রিকেট নিয়ে উইজডেনসহ দেশি-বিদেশি প্ল্যাটফর্মে সাড়ে তিন হাজারের বেশি লেখা লিখেছেন, সেটিই বলা আছে নোটিশে।
শোয়েবকে এসব বিষয় মনে করিয়ে দিয়ে ১৪ দিনের মধ্যে প্রকাশ্য বিবৃতি দিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছে ও নোটিশের জবাব দিতে বলা হয়েছে। শোয়েব যদি এসব না করেন, তবে সম্মানহানির জন্য ১০০ কোটি রুপির ক্ষতিপূরণ মামলা করার হুমকিও দিয়ে রেখেছেন নিয়াজ। শোয়েব এখনো এ নিয়ে কোনো কথা বলেননি।
শোয়েব ও নিয়াজের মধ্যে অবশ্য এবারই প্রথম ঝামেলা বাঁধেনি। এর আগে পিটিভি স্পোর্টসের এক লাইভ অনুষ্ঠানে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছিল দুজনের মধ্যে। ওই ঘটনা পিটিভি স্পোর্টস থেকে পদত্যাগও করেছিলেন শোয়েব।