উইকেট নেওয়ার পর তাইজুলের উচ্ছ্বাস
উইকেট নেওয়ার পর তাইজুলের উচ্ছ্বাস

নিজের লক্ষ্য নিয়ে তাইজুল ইসলাম

‘মন তো চায় ৫০০-৬০০ উইকেট নিই’

বাংলাদেশের টেস্ট ক্রিকেট মানেই তাইজুল ইসলামের ঘূর্ণি। সেটা দেশে হোক কিংবা দেশের বাইরে, বাংলাদেশ দলের বোলিংয়ে ধারাবাহিকতার আরেক নাম তাইজুল। ২০২১ সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ১২ টেস্ট খেলে তাইজুলের শিকার ৫৭ উইকেট, এর মধ্যে ৫ উইকেট নিয়েছেন ৪ বার। গত দুই বছরে তাইজুল ৪ উইকেট নিয়েছেন ৫ বার।

তাঁর সর্বশেষ ৫ উইকেট এসেছে আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম দিনে। ম্যাচের এমন সময় যখন স্পিনারদের ভূমিকা থাকার কথা পার্শ্বনায়কের। তখনই নায়কের ভূমিকায় অবতীর্ণ তাইজুল।

আজ ম্যাচ শেষে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার সে তৃপ্তির কথাই জানালেন তাইজুল, ‘এটা ভালো লাগার বিষয় যে প্রথম ইনিংসে ৫ উইকেট পেয়েছি। উইকেটের যেমন অবস্থা, এই উইকেটে ৫ উইকেট পাওয়াটা কঠিন হয়। তো আলহামদুলিল্লাহ যে ৫ উইকেট পেয়েছি।’

সতীর্থদের সঙ্গে তাইজুলের উদ্‌যাপন

নিজের বোলিং নিয়ে তাইজুল আরও যোগ করেন, ‘এখানে পেস বৈচিত্র্যটা গুরুত্বপূর্ণ ছিল, যেহেতু বেশি বাঁক ছিল না। উইকেটে বাউন্স ছিল, কোন ব্যাটসম্যান কোথায় দুর্বল, সেটা মাথায় রেখেই পেস ভেরিয়েশনটা করা।’

উইকেটের আচরণের ব্যাখ্যাও পাওয়া গেল তাইজুলের কথায়, ‘উইকেট তেমন পরিবর্তন হয়নি। উইকেটটা এমন যে আপনি চাইলেও কিন্তু বড় শট করতে পারবেন না। হয়তো টিকে থাকতে পারবেন। তবে বড় শট খেলতে গেলে কিছু একটা হয়ে যাবে। ভালো লাইন-লেংথে বল করতে পারলে পেসার হোক বা স্পিনার—দুজনই ভালো সুবিধা পাবে।’

বাংলাদেশ স্পিনার তাইজুল ইসলাম

এখন পর্যন্ত ৪০ টেস্ট খেলা তাইজুলের শিকার ১৭১ উইকেট। টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারি বাংলাদেশি বোলারদের তালিকায় তাইজুলের আগে আছেন শুধু সাকিব আল হাসান (২৩১)। ৩২–এ আসা তাইজুল ক্যারিয়ার শেষে নিজেকে কোথায় দেখতে চান, এ প্রশ্নের উত্তরে তাইজুল মজার ছলে বলেছেন, ‘মন তো চায় ৫০০-৬০০ উইকেট নেই (হাসি)। তবে...বয়স হয়েছে, হ্যাঁ, তবে বুড়ো হয়ে যাইনি তো!’

এখনো তাইজুলের ভাবনা একটাই, দলের জন্য বেশি বেশি উইকেট নেওয়া, ‘ভাবনার আসলে কিছু নেই। ৫ উইকেট যখন পেলাম তখন মন চাচ্ছিল, আরেকটা উইকেট যদি নিতে পারি তাহলে ৬টা হবে। স্বাভাবিকভাবেই উইকেট পেলে ভালোই লাগে।’