Thank you for trying Sticky AMP!!

আইপিএল ফাইনালে আজ মুখোমুখি গুজরাট ও চেন্নাই

ফাইনাল জিতলে কত পাবেন পান্ডিয়া বা ধোনিরা

দলের সংখ্যা বেড়েছে গত মৌসুমেই, ফলে দীর্ঘ হয়েছে আইপিএল। এবারও একই ফরম্যাটে চলা ভারতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি লিগ শেষ হচ্ছে আজ। আহমেদাবাদের ফাইনালে চারবারের চ্যাম্পিয়ন মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে এখনকার চ্যাম্পিয়ন হার্দিক পান্ডিয়ার গুজরাট টাইটানস।

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে চ্যাম্পিয়ন শেন ওয়ার্নের রাজস্থান রয়্যালস পেয়েছিল ৪ কোটি ৮০ লাখ রুপি। প্রথম আসরের রানার্সআপ চেন্নাই পেয়েছিল ২ কোটি ৪০ লাখ রুপি। সময়ের সঙ্গে সঙ্গে আইপিএলের প্রাইজমানি বা অর্থ পুরস্কার স্বাভাবিকভাবেই বেড়েছে বেশ কয়েক গুণ।

গুজরাট বা চেন্নাই—আজ যে দল চ্যাম্পিয়ন হবে, পকেটে পুরবে ২০ কোটি রুপি। বাংলাদেশি টাকায় সে অঙ্কটা প্রায় ২৬ কোটি। রানার্সআপ দলে ভাগে পাবে ১৩ কোটি রুপি। অবশ্য ২০১৬ সাল থেকেই চ্যাম্পিয়ন দলের প্রাইজমানি একই আছে। ২০১৯ সাল পর্যন্ত রানার্সআপ দল পেত ১১ কোটি, ২০২১ সাল থেকে সেটি বেড়ে হয়েছে ১৩ কোটি।

Also Read: আরও ‘ধনী’ হবেন ধোনি

২০২০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পরও অবশ্য মুম্বাই ইন্ডিয়ানস পেয়েছিল ১০ কোটি রুপি। করোনাভাইরাসের কারণে সেবার অর্থ পুরস্কারের পরিমাণ কমিয়ে আনা হয়েছিল।

আইপিএলের মতো টুর্নামেন্ট আন্তর্জাতিক ক্রিকেটের কাঠামো বদলে দিচ্ছে বা দেবে, এ শঙ্কা অনেকেরই। প্রাইজমানির দিক দিয়েও আইপিএলের অঙ্কটা অবশ্য অমনই। গত অক্টোবর-নভেম্বরে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল ইংল্যান্ড পেয়েছিল ১৬ লাখ ডলার বা ১৭ কোটি টাকার বেশি। আইপিএলের চ্যাম্পিয়ন দল সেখানে পাচ্ছে বিশ্ব চ্যাম্পিয়নের চেয়ে প্রায় ৯ কোটি টাকা বেশি।

অবশ্য মোট অর্থ পুরস্কারে আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ কাছাকাছিই। স্পোর্টসস্টারের তথ্যসূত্র অনুযায়ী, এ মৌসুমে মোট ৪৬ কোটি ৫০ লাখ রুপি অর্থ পুরস্কার দিচ্ছে বিসিসিআই। টাকার অঙ্কে যেটি ৬০ কোটি ৩৭ লাখ। সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে আইসিসির প্রাইজমানি ছিল ৫৬ লাখ ডলার, টাকার অঙ্কে যেটি ৬০ কোটি সাড়ে ৩ লাখ।

আইপিএলে ব্যক্তিগত পুরস্কারও আছে বেশ কয়েকটি। সর্বোচ্চ রানের জন্য অরেঞ্জ ক্যাপ বা সর্বোচ্চ উইকেটের জন্য পার্পল ক্যাপ পাওয়া খেলোয়াড়দের প্রত্যেকে পাবেন ১৫ লাখ রুপি। সেরা উদীয়মান ক্রিকেটার পাবেন ২০ লাখ রুপি পুরস্কার, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পাবেন ১২ লাখ রুপি। এ ছাড়া ব্যক্তিগত আরও কিছু অর্থ পুরস্কার দেওয়া হবে।

আইপিএল ২০২৩ প্রাইজমানি
চ্যাম্পিয়ন: ২০ কোটি রুপি
রানার্সআপ: ১৩ কোটি রুপি
তৃতীয় স্থান (মুম্বাই ইন্ডিয়ানস): ৭ কোটি রুপি
চতুর্থ স্থান (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস): ৬ কোটি ৫০ লাখ রুপি