রোহিত শর্মার তিন ছয়ে ১৬ বলে ২৬ রানের ইনিংসে দারুণ শুরু পায় মুম্বাই
রোহিত শর্মার তিন ছয়ে ১৬ বলে ২৬ রানের ইনিংসে দারুণ শুরু পায় মুম্বাই

অভিষেক–হেডদের ছয় নেই, হায়দরাবাদেরও জয় নেই

মুম্বাইয়ের বিপক্ষে আজকের ম্যাচের আগে খেলা ছয় ম্যাচে অভিষেক শর্মা মেরেছেন ১০টি ছক্কা, ট্রাভিস হেড ৯ টি। হেড তাঁর নয়টি ছক্কা মেরেছেন তিন ম্যাচে, সমান তিনটি করে। এর দুটি ম্যাচ জিতেছে সানরাইজার্স হায়দরাবাদ। অভিষেক ১০টি ছক্কা মেরেছেন একই ম্যাচে, সেই ম্যাচে তিনটি ছক্কা মারেন হেড; হায়দরাবাদ যে দুটি ম্যাচ জিতেছে, তারই একটি এটা।

হেড তিন ছক্কা মেরেছেন, কিন্তু হায়দরাবাদ জিততে পারেনি, এবারের আইপিএলে এমন ম্যাচ গেছে একটি। সেই ম্যাচে আবার ছক্কা নেই অভিষেকের। আজ হেড আর অভিষেকের কারও কোনো ছয় নেই, হায়দরাবাদেরও জয় নেই। মুম্বাইয়ের কাছে ৪ উইকেটে হেরেছে তারা। সাত ম্যাচে তারকাবহুল দলটির এটি পঞ্চম হার। মুম্বাই ম্যাচটি জিতেছে ১১ বল হাতে রেখে।

তিন চারে ২৯ বলে ২৮ রান করেছেন হেড

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ১৬২ রানই তুলতে পারে হায়দরাবাদ। ২৮ বলে দলীয় সর্বোচ্চ ৪০ রান করেন ওপেনার অভিষেক। কোনো ছয় না মারলেও তাঁর ইনিংসে আছে সাতটি চার। তিন চারে ২৯ বলে ২৮ রান করেছেন হেড। পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নেমে ২৮ বলে তিন চার ও দুই ছয়ে ৩৭ রান করেন হাইনরিখ ক্লাসেন। অনিকেত বর্মা ৮ বলে দুই ছয়ে করেছেন অপরাজিত ১৮ রান।

মুম্বাইয়ের স্লোয়ার আর ইয়র্কার ডেলিভারির তোড়ে পড়েও যে হায়দরাবাদ শেষ পর্যন্ত ১৬২ রান তুলতে পেরেছে, এতে বড় অবদান ইনিংসের ১৮ তম ও ২০ তম ওভারের। দুই ওভারে ২১ রান করে তুলেছে তারা। হায়দরাবাদ ইনিংসে যে ৫টি ছক্কা মেরেছে, তাও এই সময়ে। এই ৫ ছক্কার চারটি ক্লাসেন ও অনিকেতের, একটি প্যাট কামিন্সের। ওভার দুটি করেছেন দীপক চাহার ও হার্দিক পান্ডিয়া।

রান তাড়া করতে নেমে রোহিত শর্মার তিন ছয়ে ১৬ বলে ২৬ রানের ইনিংসে দারুণ শুরু পায় মুম্বাই। আরেক ওপেনার রায়ান রিকেলটন পাঁচ চারে ২৩ বলে করেছেন ৩১ রান। এরপর উইল জ্যাকস (২৬ বলে ৩৬), সূর্যকুমার যাদব (১৫ বলে ২৬), তিলক বর্মা (১৭ বলে ২১ *) ও পান্ডিয়ার (৯ বলে ২১) রানের ইনিংসে সহজ জয় নিয়েই মাঠ ছাড়ে মুম্বাই। সাত ম্যাচে মুম্বাইয়ের এটি তৃতীয় জয়।