
কেইম্যান দ্বীপগুঞ্জে টি–টেন ক্রিকেটের টুর্নামেন্ট ম্যাক্স৬০ ক্যারিবিয়ানে খেলছেন সাকিব আল হাসান। আজ তাঁর দল মায়ামি ব্লেজ ১৩ রানে হারায় গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসকে।
১২৯ আন্তর্জাতিক টি-টোয়েন্টির ক্যারিয়ারে মাত্র একবারই ওপেনিং করেছিলেন সাকিব আল হাসান। সেটা ২০২১ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এর বাইরে ঘরোয়া ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সাকিবকে শুরুতে ব্যাট করতে নামতে দেখা বিরলই। এবারের ম্যাক্স৬০ ক্যারিবিয়ান লিগে সেই বিরল ঘটনাই নিয়ম বানিয়ে তুলছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।
টি-টেন ক্রিকেট লিগের টুর্নামেন্টটিতে মায়ামি ব্লেজে খেলা সাকিব টানা দুই ম্যাচে ইনিংস ওপেন করেছেন। আজ গ্র্যান্ড কেইম্যান ফ্যালকনসের বিপক্ষে ওপেনিং করতে নেমে ১১ বলে ২৯ রান করেছেন সাকিব। তাঁর ইনিংসটিতে ছিল ২টি ছক্কা ও ৩টি চার।
কেইম্যান দ্বীপপুঞ্জের জিমি পাওয়েল ওভালে প্রথমে ব্যাট করে সাকিবের দল মায়ামি ব্লেজ তোলে ১০ ওভারে ৫ উইকেটে ১১০ রান। এর মধ্যে সাকিবের ইনিংসটি দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ। সবচেয়ে বেশি ২২ বলে ৪৫ রান করেন তিন নম্বরে নামা অ্যাঞ্জেলো পেরেরা।
ইনিংস উদ্বোধন করতে নামা সাকিব প্রথম ওভারে ১ বল খেলে নেন ১ রান। তবে দ্বিতীয় ওভারে জ্যাক জারভিসের ৬ বল খেলে নেন ১৬ রান। এর মধ্যে ছিল ২টি চার ও ১টি ছয়। পরের ওভারে সৌরিন ঠাকুরকে মারেন টানা ২ বলে চার ও ছক্কা।
১১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি কেইম্যান ফ্যালকনস। প্রথম ৫ ওভারে ৩ উইকেটে ৫৪ রান তুললেও পরের ৫ ওভারে খেই হারিয়ে ৯৭ রানে আটকে যায় দলটি।
সাকিব করেছেন ২টি ওভার। এর মধ্যে ইনিংসের সপ্তম ওভারে ১০ রান দিয়ে উইকেটশূন্য থাকলেও নবম ওভারে ৯ রান দিয়ে নেন আলিআহমদের উইকেট। সব মিলিয়ে ২ ওভারে ১৯ রান দিয়ে নেন ১ উইকেট। কেইম্যান ফ্যালকনসের বিপক্ষে মায়ামি ব্লেজ জেতে ১৩ রানে।
এর আগে গতকাল টুর্নামেন্টে নিজের প্রথম ম্যাচে ফ্লোরিডা লায়নসের বিপক্ষে ১৯ রানে ২ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৮ বলে ১৩ রান করেন সাকিব। ম্যাচটি অবশ্য তাঁর দল হেরে যায়।
৭ দল নিয়ে চলা ম্যাক্স৬০ ক্যারিবিয়ান টি-টেনে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলে মায়ামি ব্লেজের সংগ্রহ ২ পয়েন্ট। এক ম্যাচ খেলেই সমান পয়েন্ট আছে ক্যারিবিয়ান টাইগার্স, বোকা র্যাটন ট্রেইলব্লেজার্স, কেইম্যান বে স্ট্রিংগ্রেস ও ফ্লোরিডা লায়নসের।