Thank you for trying Sticky AMP!!

মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আজ অভিষেক হয়েছে অর্জুন টেন্ডুলকার (মাঝে) ও ডুয়ান ইয়ানসেনের (বাঁয়ে)

বাবার পর ছেলে, যমজ ভাই—আইপিএলে এবারই প্রথম

‘আমরা তাকে তাঁর স্কিলের জন্যই নিয়েছি।’

২০২১ সালে অর্জুন টেন্ডুলকারকে নিলামে নেওয়া প্রসঙ্গে বলেছিলেন মুম্বাই ইন্ডিয়ানস কোচ মাহেলা জয়াবর্ধনে। সে মৌসুমে অর্জুন অবশ্য ম্যাচ খেলেননি কোনো। সর্বশেষ নিলামেও শচীন-পুত্রকে দলে নেয় মুম্বাই। অবশেষে আজ এসে আইপিএল অভিষেক হলো তাঁর

অর্জুন টেন্ডুলকারের আইপিএল অভিষেকে একটা নতুন ঘটনাও ঘটে গেল। বাবার পর ছেলের আইপিএল খেলার ঘটনা এর আগে ঘটেনি। অর্জুনের বাবা শচীন তাঁর আইপিএল ক্যারিয়ারের ৭৮টি ম্যাচই খেলেছেন মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। এখন তিনি দলটির পরামর্শক হিসেবে কাজ করছেন।

আইপিএলে প্রথম হলেও এর আগে ভারতের ঘরোয়া টুর্নামেন্টগুলোতে খেলেছেন বাঁহাতি পেসার অর্জুন। মুম্বাইয়ের হয়ে শুরু করলেও এখন খেলছেন গোয়ার হয়ে। গত ডিসেম্বরে রঞ্জি ট্রফির অভিষেক ম্যাচেই গোয়ার হয়ে রাজস্থানের বিপক্ষে সেঞ্চুরিও করেছিলেন অর্জুন। ১৯৮৮ সালে রঞ্জি ট্রফি অভিষেকে সেঞ্চুরি করেছিলেন শচীনও।

Also Read: ‘মন চায় লিটন খেলুক, কিন্তু দল খেলাবে রয়কে’

আজ মুম্বাইয়ের হয়ে অভিষেক ম্যাচে ইনিংসের প্রথম ওভারেই বোলিংয়ে আসেন অর্জুন। প্রথম ৪ রান দিলেও দ্বিতীয় ওভারে দেন ১৩ রান। এরপর তাঁকে আর বোলিংয়ে আনেননি মুম্বাইয়ের ভারপ্রাপ্ত অধিনায়ক সূর্যকুমার যাদব।

২ ওভার বোলিং করেছেন অর্জুন টেন্ডুলকার

টেন্ডুলকার পরিবারের মতো উদ্‌যাপনের উপলক্ষ আছে ইয়ানসেন পরিবারেও। অর্জুনের মতো আজ মুম্বাইয়ের হয়ে আইপিএল অভিষেক হয়েছে ডুয়ান ইয়ানসেনেরও। তিনি দক্ষিণ আফ্রিকান পেসার মার্কো ইয়ানসের যমজ ভাই। আইপিএলে এর আগেও যমজ ভাইয়ের খেলার ইতিহাস নেই।

মার্কো ইয়ানসেনের আইপিএল অভিষেকও মুম্বাইয়ের হয়েই, ২০২১ সালে। এ মৌসুমে অবশ্য তিনি খেলছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে।

Also Read: মোস্তাফিজদের দলে পন্টিং-সৌরভদের ভূমিকা নিয়ে শেবাগের প্রশ্ন

ভাইয়ের মতো ডুয়ানও বাঁহাতি পেসার। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে না খেললেও এ ফ্র্যাঞ্চাইজির হয়ে তিনি ঠিকই খেলেছেন। দক্ষিণ আফ্রিকার নতুন টি-টোয়েন্টি লিগ এসএটোয়েন্টিতে মুম্বাই ইন্ডিয়ানসের দল এমআই কেপটাউনের হয়ে খেলেন তিনি।

অভিষেকে রিংকু সিংয়ের উইকেট পেলেও বেশ খরুচে ছিলেন ইয়ানসেন। ৪ ওভারে তিনি দেন ৫৩ রান।

ভেঙ্কটেশ আইয়ারের সেঞ্চুরিতে কলকাতা শেষ পর্যন্ত তুলেছে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৫ রান।