Thank you for trying Sticky AMP!!

আরও একটি উইকেট, আরও একবার উদ্‌যাপন। ফিল্ডিংয়ে নেমেই থাইল্যান্ডের বিপক্ষে জয় মোটামুটি নিশ্চিত করে ফেলে বাংলাদেশের মেয়েরা

ছবির গল্পে বাংলাদেশের মেয়েদের শুভসূচনা

সিলেটে শুরু হয়েছে নারীদের এশিয়া কাপ। আজ প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের জয়ে দারুণ সূচনা করেছে বাংলাদেশ। থাই মেয়েদের ৮২ রানের পুঁজি তাড়া করতে নেমে ৫০ বল হাতে রেখে তুলে নেওয়া এই জয়ে চ্যাম্পিয়নের মতোই শুরু করল নিগার সুলতানার দল। গত এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশই।

দুই দল মাঠে নামার পর বিসিবি সভাপতি নাজমুল হাসান বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন। আসুন ছবির গল্পে দেখে নেই টুর্নামেন্টের উদ্বোধন ও ম্যাচের কিছু মুহূর্ত—

বাংলাদেশ-থাইল্যান্ড ম্যাচ শুরুর আগে উদ্বোধনী বক্তৃতা দিচ্ছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান
বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান
বোল্ড! শুধু বোল্ড নয়, স্পিনে ভারসাম্য হারিয়ে পড়েও গেলেন থাইল্যান্ডের ব্যাটার। বাংলাদেশের স্পিনেই কুপোকাত হয় থাইল্যান্ড
উইকেট নেওয়ার আনন্দে এভাবেই মেতে ওঠে বাংলাদেশের মেয়েরা। দারুণ বল করে থাইল্যান্ডকে অল্প রানেই বেঁধে ফেলে বাংলাদেশ
প্রচণ্ড গরমে ম্যাচের এক ফাঁকে পানি পান করছেন মাঠের দুই আম্পায়ার। এবার নারীদের এশিয়া কাপে প্রথমবারের মতো অফিশিয়াল হিসেবে নারীরাই দায়িত্ব পালন করছেন
বাংলাদেশের দুই ওপেনার মাঠে নামছেন। সামনে সহজ লক্ষ্য। তাই ব্যাটারদের চোখেমুখে নির্ভার থাকার চাহনি
বিস্ফোরক ইনিংস খেলেন শামীমা। উড়িয়ে মারছেন থাই বোলারকে। মিড উইকেট দিয়ে বল সীমানার বাইরে
নিগারের উইনিং শট। আরামেই জয় তুলে নেয় বাংলাদেশ
জয়ের পর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাচ্ছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা
দৈনন্দিন কাজের ফাঁকে মাঠের চারপাশে এভাবে ভিড় জমিয়েছিলেন কিছু দর্শক
ম্যাচসেরার পদক হাতে ওপেনার শামীমা সুলতানা। ৩০ বলে ৪৯ রানের ইনিংস খেলেন এই উইকেটকিপার-ব্যাটার