বিরাট কোহলি
বিরাট কোহলি

এবার আইপিএলে সবচেয়ে বেশি রান ও সবচেয়ে বেশি উইকেট কার

কখনো বিরাট কোহলি, কখনো সাই সুদর্শন। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকের কমলা ক্যাপ নিয়ে এই দুজনের মধ্যেই চলছে কাড়াকাড়ি। গতকাল চেন্নাইয়ের বিপক্ষে ম্যাচে ৬২ রান করে ক্যাপটার মালিক এখন কোহলি। সাইয়ের চেয়ে ১ রানে এগিয়ে ভারতের সাবেক অধিনায়ক।

বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির বেগুনি ক্যাপ নিয়েও চলছে কঠিন লড়াই, যে লড়াইয়ে আপাতত এগিয়ে গুজরাটের প্রসিধ কৃষ্ণা। তাঁর সঙ্গে দুইয়ে থাকা জশ হ্যাজলউডের পার্থক্য ১ উইকেটের।

টুর্নামেন্ট শেষে কে থাকবে শীর্ষে? আপাতত এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয়। তবে এখন পর্যন্ত সেরার লড়াইয়ে কারা কারা আছেন, সেটা দেখে নেওয়া যেতে পারে।