কামিন্সকে বোল্ড করার পর এনগিডির উদ্‌যাপন
কামিন্সকে বোল্ড করার পর এনগিডির উদ্‌যাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

দুই দিনেই ২৮ উইকেট, কামিন্সের কীর্তির পর রাবাদা–এনগিডির তোপ

দক্ষিণ আফ্রিকার ভরসা হয়ে ছিলেন ডেভিড বেডিংহাম। প্যাট কামিন্স তাঁকে নিজের পঞ্চম শিকারে পরিণত করার পর লর্ডসের ব্যালকনি থেকে হাসিমুখে করতালি দিতে শুরু করলেন ড্যানিয়েল ভেট্টোরি। হয়তো ১৭ বছর আগের স্মৃতি মনে করে।

নিউজিল্যান্ডের সাবেক স্পিনার ভেট্টোরি এখন অস্ট্রেলিয়ার সহকারী কোচ। লর্ডস টেস্টে কামিন্সের আগে ২০০৮ সালে সর্বশেষ অধিনায়ক হিসেবে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কৃতিত্ব তাঁরই। কামিন্সকে নিয়ে মোট চার অধিনায়ক এমন কীর্তি গড়লেন।

বেডিংহামের পর কাগিসো রাবাদাকেও আউট করে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস মুড়িয়ে দিয়েছেন কামিন্স। ৩২ বছর বয়সী এই পেসার ২৮ রানে নিয়েছেন ৬ উইকেট, যা লর্ডসে ১৪১ বছরের টেস্ট ইতিহাসে কোনো অধিনায়কের সেরা বোলিং। সেটাও কিনা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো বড় মঞ্চে!

লর্ডস টেস্টে অধিনায়কদের মধ্যে সেরা বোলিং ফিগার এখন কামিন্সের

কামিন্সের তোপেই দক্ষিণ আফ্রিকা ১৩৮ রানে গুটিয়ে গেছে। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া নিয়েছে ৭৪ রানের লিড। আজ ফাইনালের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়াও স্বস্তিতে থাকতে পারেনি। কামিন্সদের দলকে কড়ায় গণ্ডায় জবাব দিয়েছেন কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিডি। তাতে অস্ট্রেলিয়া ৮ উইকেটে ১৪৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে।

দুই পেসার রাবাদা–এনগিডি সমান ৩টি করে উইকেট পেয়েছেন। বাকি দুই শিকার অন্য দুই পেসার মার্কো ইয়ানসেন ও উইয়ান মুল্ডারের। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার কেউ এখন পর্যন্ত ফিফটির দেখা পাননি। সর্বোচ্চ ৪৩ রান এসেছে উইকেটকিপার–ব্যাটসম্যান অ্যালেক্স ক্যারির ব্যাট থেকে।

দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করেছেন ক্যারি

৭৩ রানে ৭ উইকেট হারিয়ে এক রকম ধুঁকছিল অস্ট্রেলিয়া। এরপর অষ্টম উইকেটে মিচেল স্টার্কের সঙ্গে ৬১ রানের জুটি গড়ে দলকে টেনে তোলার চেষ্টা করেছেন ক্যারি। দিনের একদম শেষ ভাগে তিনিও আউট হয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকার কিছুটা স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পেরেছে।

লর্ডসে যেন দিনভেদে সমান্তরালে উইকেট পড়েছে। কাল প্রথম দিনে পড়েছিল ১৪ উইকেট, আজ দ্বিতীয় দিনেও আউট হয়েছেন ১৪ ব্যাটসম্যান। তবে দুই ইনিংস মিলিয়ে অস্ট্রেলিয়া ২১৮ রানের লিড নিয়ে ফেলেছে। আগামীকাল নাথায় লায়নকে (১*) নিয়ে তৃতীয় দিন শুরু করবেন স্টার্ক (১৬*)।  

ইতিহাস বলছে, লর্ডসে লক্ষ্য তাড়া করতে নেমে একবারই টেস্ট জিতেছে দক্ষিণ আফ্রিকা, সেই ১৯৯৮ সালে। ওই বছরই ঢাকায় অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (তখনকার নাম আইসিসি নকআউট ট্রফি) জিতেছিল প্রোটিয়ারা, যা এখন পর্যন্ত তাদের একমাত্র বৈশ্বিক শিরোপা।

দক্ষিণ আফ্রিকা পারবে কি না, তা সময়ই বলে দেবে

তবে লর্ডসে চতুর্থ ইনিংসে কখনো ১১৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। এবার কী হবে, তা সময়ই বলে দেবে।

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া: ২১২ ও ৪০ ওভারে ১৪৪/৮ (ক্যারি ৪৩, লাবুশেন ২২, স্টার্ক ১৬*, লায়ন ১*; এনগিডি ৩/৩৫, রাবাদা ৩/৪৪, মুল্ডার ১/১৪, ইয়ানসেন ১/৩১)।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৫৭.১ ওভারে ১৩৮ (বেডিংহাম ৪৫, বাভুমা ৩৬; কামিন্স ৬/২৮, স্টার্ক ২/৪১, হ্যাজলউড ১/২৭)।

* দ্বিতীয় দিন শেষে।