Thank you for trying Sticky AMP!!

উইলিয়ামসনের আরও একটি শতক

উইলিয়ামসনের জোড়া শতকে পিষ্ট দক্ষিণ আফ্রিকা

কেইন উইলিয়ামসনের ‘১০০’ এখন আর কোনো খবর নয়! সর্বশেষ ৯ ইনিংসেই যে ৬ বার তিন অঙ্ক ছুঁয়েছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান। তবু আজ মাউন্ট মঙ্গানু্ইয়ে আরেকটি শতক পেয়ে ‘খবর’ হলেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান যে এই প্রথম জোড়া শতক পেলেন টেস্টে।

প্রথম ইনিংসে ১১৮ রানের ইনিংসে খেলা উইলিয়ামসন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছেন ১০৯ রান। উইলিয়ামসনের শতকে মাউন্ট মঙ্গানুইয়ে টেস্টে তৃতীয় দিনটিও নিউজিল্যান্ডের।

তৃতীয় দিন শেষেই অনেকটা হারের অপেক্ষা করছে ৬ জন অভিষিক্ত খেলোয়াড় নিয়ে খেলা  ‘নতুন দল’ দক্ষিণ আফ্রিকা। ৪ উইকেটে ৮০ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করা দক্ষিণ আফ্রিকা আজ গুটিয়ে গেছে ১৬২ রানে। ৩৪৯ রানের লিড নিয়ে ফলো অন না করিয়ে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ৪ উইকেট ১৭৯। দলটি এগিয়ে গেছে ৫২৮ রানে।

Also Read: নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি দলে কামিন্স ফেরার পরও অধিনায়ক মার্শ

নিউজিল্যান্ডের হয়ে টেস্টের দুই ইনিংসে শতক করা পঞ্চম ক্রিকেটার উইলিয়ামসন। ১৯৭৪ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন গ্লেন টার্নার। সর্বশেষ নিউজিল্যান্ডের হয়ে এই কীর্তি ছিল  পিটার ফুলটনের। ২০১৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে তিনি এই কীর্তি গড়েন। সব মিলিয়ে টেস্ট ক্রিকেটে দুই ইনিংসে জোড়া শতকরে ৯২তম ঘটনা এটি। উইলিয়ামসনের আগে সর্বশেষ জোড়া শতক পেয়েছিলেন বাংলাদেশের নাজমুল হোসেন, গত বছর মিরপুরে আফগানিস্তানের বিপক্ষে।

সর্বশেষ ৯ ইনিংসে ৬ বার তিন অঙ্ক ছুঁয়েছেন উইলিয়ামসন

উইলিয়ামসন আজ আউট হয়েছেন দিনের শেষে ওভারের আগের ওভারে, স্টাম্পড হয়ে। ঘরের মাঠে শতক করার পর নিউজিল্যান্ডের তৃতীয় ক্রিকেটার হিসেবে স্টাম্পড হলেন উইলিয়ামসন। দ্বিতীয় ইনিংসে ২৯ রানে আউট হয়েছেন ওপেনার ডেভন কনওয়ে। প্রথম ইনিংসে দ্বিশতক করা রাচিন রবীন্দ্র করেছেন ১২। ১১ রান নিয়ে ড্যারিল মিচেল ও টম ব্লান্ডেল ৫ রান নিয়ে আগামীকাল মাঠে নামবেন।

এর আগে ২৯ রানে অপরাজিত থেকে দিন শুরু করা ডেভিড বেডিংহাম এদিন ৩ রানের বেশি করতে পারেননি। ম্যাট হেনরির শর্ট বলে পুল করতে গিয়ে দলীয় ৮৩ আর ব্যক্তিগত ৩২ রানে মিচেল স্যান্টনারের হাতে ক্যাচ দেন বেডিংহাম। হেনরির একই ওভারে শূন্য রানে আউট হন রুয়ান ডি সোয়ার্ট। ৮৩ রানে ৬ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত ১৬২ রান তুলতে পারে। সেটা কিগান পিটারসনের ৪৫ রানের ইনিংসের সৌজন্যে। ২ রানে দিন শুরু করে পিটারসন আজ ৪৩ রানে যোগ করেন। নিউজিল্যান্ডের হেনরি ও স্যান্টনার ৩টি করে উইকেট নিয়েছেন।

১৬২ রানেই দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দিয়েছে নিউজিল্যান্ড

কিউইরা চাইলেই ফলো অন করতে পারত। তবে হয়তো টানা বোলিংয়ের ক্লান্তি এড়াতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক টিম সাউদি। নিজেও পেসার তো! এর আগে রাচিন রবীন্দ্র দ্বিশতক ও উইলিয়ামসনের শতকে প্রথম ইনিংসে নিউজিল্যান্ড তুলেছিল ৫১১ রান।

Also Read: বিপিএলে বিদেশি খেলোয়াড়: কারা যাচ্ছেন, কারা আসছেন

সংক্ষিপ্ত স্কোর

নিউজিল্যান্ড : ৫১১ ও ৪৩ ওভারে ১৭৯/৪ ( ল্যাথাম ৩, কনওয়ে ২৯, উইলিয়ামসন ১০৯, রবীন্দ্র ১২, মিচেল ১১,ব্লান্ডেল ৫ ; প্যাটারসন ১/৩৮, মোরেকি ০/১৬, সোয়ার্ট ১/৪৮, অলিভার ০/১৯, ব্রান্ড ২/৫২)

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৭২.৫ ওভারে ১৬২ (মুর ২৩, ব্র্যান্ড ৪, টন্ডার ০, হামজা ২২, বেডিংহাম ৩২, পিটারসেন ৪৫, সোয়ার্ট ০, ফোরটুইন ৯, ওলিভার ১৫*, মোরেকি ৫, প্যাটারসন ১ ;  সাউদি ০/৪১, হেনরি ৩/৩১, জেমিসন ২/৩৫, স্যান্টনার ৩/৩৪, রবীন্দ্র ২/১৬)।