Thank you for trying Sticky AMP!!

এনামুল হক

বাংলাদেশের বিশ্বকাপ দলে সাকিবের বদলি এনামুল

সাকিব আল হাসানের বদলি হিসেবে বাংলাদেশ দলে এনামুল হককে সংযুক্তির আবেদন অনুমোদন করেছে আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি। আঙুলের চোটে বিশ্বকাপে আর খেলতে পারবেন না সাকিব। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে ৮২ রানের ইনিংস খেলার সময় আঙুলে চোট পেয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। পরে এক্স-রেতে চিড় ধরা পড়ে। বিশ্বকাপে বাংলাদেশের বাকি একটি ম্যাচ না খেলেই আজ সন্ধ্যায় দেশে ফিরছেন সাকিব।

Also Read: বিশ্বকাপ শেষ সাকিবের, আজই দেশে ফিরছেন

৩০ বছর বয়সী এনামুলকে সাকিবের বদলি খেলোয়াড় হিসেবে নেওয়ার কথা আইসিসিকে জানিয়েছিল বিসিবি। এরপর ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির ইভেন্ট টেকনিক্যাল কমিটি তাঁকে খেলার অনুমতি দিল। বদলি খেলোয়াড়কে স্কোয়াডে অন্তর্ভুক্ত করতে টেকনিক্যাল কমিটির অনুমোদন লাগে। আজ আইসিসির ওয়েবসাইটে এনামুলকে বদলি হিসেবে অনুমোদন দেওয়ার কথা জানিয়ে দেওয়া হয়।

চোট পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গেছে সাকিবের

এনামুল বাংলাদেশের হয়ে ৪৫টি ওয়ানডে খেলেছেন। ২৯.৯৫ গড়ে ৩টি শতকসহ ১২৫৮ রান করেছেন। এ নিয়ে দ্বিতীয় বিশ্বকাপ খেলবেন এনামুল। এর আগে ২০১৫ বিশ্বকাপে ৩ ম্যাচ খেলেছেন এনামুল। আফগানিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ২ ম্যাচেই ২৯ রানে আউট হন। চোটের কারণে মাঝপথেই বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল এনামুলের।

Also Read: ক্রিকেটীয় চেতনাকে ‘দুর্বল যুক্তি’ বললেন হার্শা

১১ নভেম্বর বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। সাকিবকে ছাড়াই ম্যাচটি খেলতে হবে মুশফিকদের। চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা নিশ্চিত করতে ম্যাচটি বাংলাদেশের জন্য বাঁচা–মরার লড়াই।