Thank you for trying Sticky AMP!!

সংবাদ সম্মেলনে নাজমুল হাসান

নির্মাণ ব্যয় কমাতে রাজস্ব বোর্ডকে বিসিবির চিঠি

শেখ হাসিনা স্টেডিয়ামের অবকাঠামোগত কাজ শুরুর আগে নির্মাণ ব্যয় সংকোচন করতে চাইছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রায় দেড় হাজার কোটি টাকা ব্যয়ের স্টেডিয়ামটির নির্মাণ উপকরণ ও সেবায় শুল্ক-কর অব্যাহতি চেয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বরাবর চিঠি দিয়েছে তারা। আজ বিসিবি সভাপতি নাজমুল হাসানই বিষয়টি জানিয়েছেন।

রাজধানীর পূর্বাচলে স্টেডিয়াম নির্মাণ করতে প্রকল্পসংক্রান্ত সব ধরনের ব্যয়ের ওপর আরোপিত বিভিন্ন ধরনের কর, মূসক, কাস্টমস ডিউটিসহ বিভিন্ন শুল্ক থেকে অব্যাহতি চেয়েছে বিসিবি।

Also Read: সাকিব-তামিমের সম্পর্ক নিয়ে নাজমুল হাসান বললেন ‘সবই শোনা কথা’

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলনকক্ষে নাজমুল হাসান বলেছেন, ‘হঠাৎ করে ডলারের দাম এবং জিনিসপত্রের দাম বেড়ে গেছে। আমরা আগে যেটা চিন্তা করছিলাম খরচ ২০০-৩০০ কোটি, সেটা হয়ে যাচ্ছে এখন ৫০০ কোটি টাকা। এর মধ্যে যেহেতু বেশির ভাগ জিনিস আমদানি করতে হবে, সে জন্য আমরা...(শুল্ক অব্যাহতি চেয়েছি)।’

বিসিবি সভাপতি নাজমুল হাসানসহ অন্য কর্মকর্তারা

স্টেডিয়ামটি নির্মিত হচ্ছে বিসিবির নিজস্ব অর্থায়নে। বিসিবির সভাপতি বলেন, ‘সাধারণত কোনো ফেডারেশন বা বোর্ড নিজের টাকায় স্টেডিয়াম করে না। আমরা যেহেতু এই প্রথম নিজেদের টাকায় করছি, সরকারের অর্থায়ন ছাড়া, সেহেতু আমাদের আমদানির ওপর ছাড়পত্র দেওয়া যেতেই পারে। আমরা একটা অনুরোধ করেছি। পাব কি না জানি না, না পেলেও স্টেডিয়াম নির্মাণ করব। কিন্তু আমার বিশ্বাস আমরা ছাড় পাব।’

Also Read: আইপিএলে না খেলা প্রসঙ্গে সাকিব বললেন, ‘ফ্যামিলি ইমার্জেন্সি’